পাইলটের ভুলে মাইলস্টোনে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত, তদন্ত প্রতিবেদন জমা

মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত
ছবি: প্রবীর দাশ

পাইলটের ভুলের কারণে গত ২১ জুলাই মাইলস্টোন স্কুল ও কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে বলে ওই ঘটনায়  সরকার গঠিত তদন্ত কমিশনের প্রতিবেদনে।

আজ বুধবার তদন্ত কমিশন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে।

এক সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, 'দুর্ঘটনার মূল করণ ছিল পাইলটের উড্ডয়নের ত্রুটি। ট্রেনিংয়ের সময় যখন তিনি ফ্লাই করছিলেন, পরিস্থিতি তার আয়ত্তের বাইরে চলে যায়। এটা হচ্ছে কনক্লুশন।'   

প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ওই ঘটনায় পাইলটসহ অন্তত ৩৫ জন নিহত ও শতাধিক আহত হন। ঘটনা তদন্তে ২৭ জুলাই ৯ সদস্যের কমিটি করে মন্ত্রিপরিষদ বিভাগ। 

তদন্ত সম্পর্কে প্রেস সচিব বলেন, 'তদন্ত কমিটি ১৫০ জনের সঙ্গে কথা বলেছে। তাদের মধ্যে এক্সপার্ট, ভুক্তভোগী আছেন, সবার সঙ্গে তারা কথা বলেছেন। তারা ১৬৮টি তথ্য উদ্ঘাটন করেন। এছাড়া ৩৩টি সুপারিশ করেছেন।'

'প্রধান সুপারিশ, জননিরাপত্তার স্বার্থে এখন থেকে এয়ার ফোর্সের সব প্রাথমিক ট্রেনিং ঢাকার বাইরে পরিচালিত হবে,' বলেন তিনি।

প্রতিবেদনের বরাত দিয়ে শফিকুল আলম আরও বলেন, 'এই স্কুল রাজউকের বিল্ডিং কোডের অনুমোদনে হয়নি। বিল্ডিংয়ে ন্যূনতম তিনটি সিঁড়ি থাকার কথা ছিল, সেখানে (মাইলস্টোনের বিধ্বস্ত বিল্ডিংয়ে) ছিল একটি সিঁড়ি, মাঝ বরাবর। বিশেষজ্ঞ কমিটি বলছে, তিনটি সিঁড়ি থাকলে হতাহতের সংখ্যা আরও কম হতো।'

Comments

The Daily Star  | English

BNP’S polls activities: Tarique to begin countrywide tour next week

The visits are intended to help him see the country in person after 17 years in exile and reconnect directly with voters and party activists

11h ago