ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন, বিভ্রান্তির কোনো সুযোগ নেই: প্রেস সচিব

নেত্রকোনা সার্কিট হাউজ মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে, এ নিয়ে কোনো ধরনের বিভ্রান্তির সুযোগ নেই।

আজ শুক্রবার সকাল ৯টায় নেত্রকোনা সার্কিট হাউজ মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলো প্রার্থী বাছাই থেকে শুরু করে সব ধরনের নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে। মধ্য ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে, এটা ঠেকানোর সাধ্য কারো নেই।

তিনি আরও বলেন, 'পতিত সরকারের আমলের কিছু সুবিধাভোগী এখন নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। এরা ফ্যাসিস্ট সরকারের পেইড লোক। তাদের কথায় জনগণ বিভ্রান্ত হবেন না।'

শফিকুল আলম বলেন, 'এই সরকারের সাংবাদিকদের জন্য কাজ করার ইচ্ছে ছিল, কিন্তু তা বাস্তবায়ন সম্ভব হয়নি। এখন মিডিয়া প্রতিষ্ঠানগুলো সাংবাদিকদের দিয়ে কাজ করিয়ে নিচ্ছে, বিনিময়ে শুধু একটি কার্ড ধরিয়ে দিচ্ছে, এটাই বাস্তবতা।'

'যারা এখনও নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে, তারা আসলে স্বৈরাচারের দোসর। দেশের গণতান্ত্রিক ধারাকে ব্যাহত করার চেষ্টা করা মানে জনগণের রায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া,' বলেন তিনি।

মতবিনিময় সভার আগে তিনি জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

Comments

The Daily Star  | English
Biman Bangladesh Airlines buying Boeing aircraft

Biman chooses Boeing

National carrier decides in principle to buy 14 aircraft from Airbus’s rival

2h ago