ডেঙ্গু: ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১১৯৫

ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত এক হাজার ১৯৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। 

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয়জনের মধ্যে দুজন ঢাকা উত্তর সিটি করপোরেশনে, দুজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ও দুজন বরিশাল বিভাগের। আর আক্রান্ত ব্যক্তিদের বরিশাল বিভাগে ১৫৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৩২ জন, ঢাকা বিভাগে ২৭৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২২০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১১৫ জন, খুলনা বিভাগে ১১৪ জন, ময়মনসিংহ বিভাগে ৫৯ জন, রাজশাহী বিভাগে ১১৩ জন ও সিলেট বিভাগে ৯জন রয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৩১৩ জন, যাদের মধ্যে ১৬৫ জন পুরুষ ও ১৪৮ জন নারী।

এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৭৮ হাজার ৫৪৩ জন, যার মধ্যে ৪৮ হাজার ৯৫৮ জন পুরুষ ও ২৯ হাজার ৫৮৫ জন নারী।
 

Comments

The Daily Star  | English
Khaleda Zia political legacy in Bangladesh

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’.

17h ago