৫ মামলায় আইভীকে গ্রেপ্তার দেখানোর শুনানি পিছিয়ে ১৮ নভেম্বর

সেলিনা হায়াৎ আইভী। ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত চারটি হত্যা মামলাসহ মোট পাঁচটি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার দেখাতে আদালতে পুলিশের আবেদনের শুনানি পিছিয়ে আগামী ১৮ নভেম্বর ধার্য করা হয়েছে।

আজ বৃহস্পতিবার এ মামলাগুলোর শুনানি হওয়ার কথা থাকলেও তা পেছানো হয়েছে বলে জানিয়েছেন আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান।

তিনি বলেন, 'কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ''লকডাউন'' কর্মসূচিকে কেন্দ্র করে দেশে উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে আসামিকে আদালতে আনা সম্ভব হয়নি। ফলে শুনানির জন্য প্রসিকিউশন দাঁড়াতে পারেননি। পরে সংশ্লিষ্ট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তারিখ পিছিয়ে ১৮ নভেম্বর শুনানির দিন ঠিক করেন।' 

ওইদিন আসামিকে ভার্চুয়ালি যুক্ত করা হতে পারে বলেও জানান কাইউম খান।

গত ৯ মে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত একটি হত্যা মামলায় আইভীকে গ্রেপ্তার করা হয়। এর পর থেকে ৬ মাস ধরে তিনি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি রয়েছেন। পরে আরও চারটি মামলায় তাকে গ্রেপ্তার (শোন অ্যারেস্ট) দেখায় পুলিশ।

গত রোববার হাইকোর্টের বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ আইভীকে পাঁচটি মামলায় জামিন দেন।

ওইদিনই নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ তাদের ওপর হামলা ও সরকারি কাজে বাধার অভিযোগে একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখাতে আদালতে আবেদন করে। পরদিন ফতুল্লা মডেল থানা পুলিশ বৈষম্যবিরোধী আন্দোলনে হতাহতের ঘটনায় আরও চারটি মামলায় গ্রেপ্তার দেখাতে আবেদন করে।

আদালত পাঁচটি মামলাতেই শোন অ্যারেস্ট আবেদনের পরিপ্রেক্ষিতে ১৩ নভেম্বর শুনানির দিন ধার্য করেন। যা আজ পেছানো হয়েছে।

এদিকে, গতকাল বুধবার পাঁচ মামলায় আইভীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। 

 

Comments

The Daily Star  | English
Khaleda Zia political legacy in Bangladesh

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’.

1d ago