সিরাজগঞ্জ

ছিনতাইয়ের অভিযোগ: যুবদল নেতাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জ
স্টার অনলাইন গ্রাফিক্স

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় আসাদুল ইসলাম নামে এক মুদি ব্যবসায়ীর কাছ থেকে ৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে রায়গঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌকির আহমেদ স্বপন(৩৯)সহ চারজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

আজ সোমবার রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ছিনতাইয়ের শিকার মুদি ব্যবসায়ী আসাদুল ইসলামের পিতা নূরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। 

মামলায় চারজনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আরও তিন থেকে চারজনকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে বলেও জানান তিনি।

ওসি আরও বলেন, গত রোববার দুপুরে উপজেলার ধানগড়া বাসস্ট্যান্ড এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা প্রায় এক ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন।

মামলার অন্য আসামিরা হলেন—ধানগড়া উত্তরপাড়া মহল্লার কামরুজ্জামান বাবুর ছেলে প্রান্ত (২৫), বেতুয়া গ্রামের দেরাজ আলীর ছেলে শাহীন সেখ (২৬) এবং মহেশপুর ঝাপড়া গ্রামের আবু আক্তারের ছেলে তানভীর (২৩)।

মামলার এজাহারে বলা হয়েছে, আসাদুল ইসলাম ধানগড়া বাজারের একজন পাইকারি মুদি ব্যবসায়ী। তিনি ধানগড়া প্রামাণিকপাড়ার বাসিন্দা নূরুল ইসলামের ছেলে। 

অভিযোগ অনুযায়ী, দীর্ঘদিন ধরে তৌকির আহমেদ স্বপন ও তার সহযোগীরা আসাদুল ইসলামের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় বিভিন্নভাবে তাকে হুমকি দেওয়া হচ্ছিল।

গত রোববার দুপুর ২ টার দিকে পাটের ব্যাগে করে চার লাখ টাকা নিয়ে অগ্রণী ব্যাংকে জমা দিতে যাওয়ার সময় স্বপন ও তার সহযোগীরা আসাদুল ইসলামকে মারধর করে এবং টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়।

তবে ছিনতাইয়ের অভিযোগ অস্বীকার করেছেন রায়গঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌকির আহমেদ স্বপন। 

তিনি ডেইলি স্টারকে বলেন, 'এই ঘটনার সঙ্গে আমি কোনোভাবেই জড়িত নই। ঘটনার সময় আমি সেখানে উপস্থিতও ছিলাম না। একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে'।

Comments

The Daily Star  | English
Khaleda Zia political legacy in Bangladesh

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’.

18h ago