ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১১৩৯

ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত এক হাজার ১৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। 

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে একজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের, দুজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এবং দুজন ময়মনসিংহ বিভাগের।

আর আক্রান্ত ব্যক্তিদের বরিশাল বিভাগে ১৮১ জন, চট্টগ্রাম বিভাগে ১৪১ জন, ঢাকা বিভাগে ২৪৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৮২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১১৮ জন, খুলনা বিভাগে ১১৯ জন, ময়মনসিংহ বিভাগে ৯৬ জন, রাজশাহী বিভাগে ৪৬ জন, রংপুর বিভাগে নয়জন ও সিলেট বিভাগে একজন রয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৩৩৬ জন, যাদের মধ্যে ১৭৭ জন পুরুষ ও ১৫৯ জন নারী।

এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ৯৯৭ জন, যার মধ্যে ৫৩ হাজার সাতজন পুরুষ ও ৩১ হাজার ৯৯০ জন নারী।

Comments

The Daily Star  | English

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’

13h ago