ছবিতে কড়াইল বস্তির আগুন

আগুন লাগার সঙ্গে সঙ্গে বস্তির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ছবি: পলাশ খান/স্টার

দাউ দাউ করে জ্বলছে রাজধানীর মহাখালীর কড়াইল বস্তি। 

আজ মঙ্গলবার বিকেল ৫টার পর এ আগুন লাগে।

আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট।

ঘটনাস্থল থেকে ডেইলি স্টারের প্রতিবেদক জানান, ওই বস্তির ঘরগুলো টিন, বাঁশ, কাঠ ও লোহার তৈরি। একতলা, দোতলা, তিনতলা ঘরগুলো আগুনে জ্বলছে।

ছবি: পলাশ খান/স্টার
ছবি: পলাশ খান/স্টার
ছবি: পলাশ খান/স্টার
ছবি: পলাশ খান/স্টার
ছবি: পলাশ খান/স্টার
ছবি: পলাশ খান/স্টার

 

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

10m ago