অননুমোদিত মোবাইল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে কারওয়ান বাজারে বিক্ষোভ

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় সার্ক ফোয়ারা মোড়ে মোবাইল ফোন ব্যবসায়ীদের বিক্ষোভ। ছবি: রাশেদ সুমন/স্টার

আগামী ১৬ ডিসেম্বর থেকে অননুমোদিত মোবাইল ফোন বন্ধ করার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীর সার্ক ফোয়ারা মোড়ে বিক্ষোভ করেছেন মোবাইল ফোন ব্যবসায়ী ও তাদের কর্মচারীরা।

বিক্ষোভকারীরা এসময় রাস্তা অবরোধ করলে আশপাশের এলাকায় যান চলাচল ব্যাহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে কয়েকশ ব্যবসায়ী ও কর্মচারী আজ রোববার দুপুর ১টার দিকে কারওয়ান বাজারের কাছে জড়ো হন। পরে তারা একটি মিছিল বের করেন, যা বাংলামোটর ও কারওয়ান বাজার ঘুরে আসে।

ধানমন্ডির আনিকা টেলিকমের মালিক আলমগীর কবীর জানান, বর্তমান পরিস্থিতিতে ব্যবসা করা 'অসম্ভব' হয়ে পড়েছে, আর সে কারণেই তারা আন্দোলনে নেমেছেন।

ছবি: রাশেদ সুমন/স্টার

তিনি বলেন, 'আমরা কর পরিশোধ করেই ব্যবসা করতে চাই, কিন্তু কর কাঠামো অবশ্যই যৌক্তিক হতে হবে।'

'সরকার আমাদের দাবি না মানলে সারা দেশের লাখো মোবাইল ফোন ব্যবসায়ীর অংশগ্রহণে আমরা ঢাকায় মহাসমাবেশ করব', বলেন তিনি।

বাড্ডার ব্যবসায়ী শামিউল ইসলাম বলেন, 'আমরা চাই সরকার বর্তমান কর কমাক। আমরা আইন মেনে ব্যবসা করতে চাই, তবে আইনটি যেন ক্রেতা ও ব্যবসায়ী—উভয়ের স্বার্থ রক্ষা করে।'

এদিকে, আগামী ১৬ ডিসেম্বর থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) কার্যকরের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে আজ ঢাকাসহ দেশের অনেক মোবাইল ফোনের দোকান বন্ধ রাখা হয়েছে।

Comments

The Daily Star  | English
Khaleda Zia political legacy in Bangladesh

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’.

16h ago