তামাকে বছরে জনস্বাস্থ্য ও পরিবেশের ক্ষতি ৮৭ হাজার কোটি টাকা

ধানমন্ডিতে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে গবেষণার এই ফল তুলে ধরা হয়। ছবি: স্টার

তামাক খাত থেকে সরকার যে পরিমাণ রাজস্ব পায়, তামাক ব্যবহার ও উৎপাদনের ফলে সৃষ্ট আর্থিক ক্ষতির পরিমাণ তার দ্বিগুণের বেশি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, গত বছর তামাকজনিত এই ক্ষতির পরিমাণ ছিল প্রায় ৮৭ হাজার কোটি টাকা। অথচ ২০২৩-২৪ অর্থবছরে তামাক কোম্পানিগুলোর কাছ থেকে সরকার রাজস্ব পেয়েছে প্রায় ৪০ হাজার কোটি টাকা।

আজ মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে গবেষণার এই ফল তুলে ধরা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট ও ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথের 'ইকোনমিকস ফর হেলথ' যৌথভাবে এই গবেষণা পরিচালনা করে। অনুষ্ঠানে গবেষণার তথ্য উপস্থাপন করেন গবেষক দলের সদস্য আশরাফুল কিবরিয়া।

গবেষণার তথ্যানুযায়ী, তামাকের কারণে স্বাস্থ্য খাতে ব্যয়ের পরিমাণ প্রায় ৭৩ হাজার কোটি টাকা। আর পরিবেশগত ক্ষতির পরিমাণ ১৪ হাজার ৫০০ কোটি টাকা।

অনুষ্ঠানে পিপিআরসির আরেকটি গবেষণার তথ্য তুলে ধরেন সংস্থাটির জ্যেষ্ঠ গবেষণা সহযোগী মোহাম্মদ ইহতেশাম হাসান। গত মাসে চারটি বিভাগের ১২১টি স্কুলের আশপাশের ৬৬৬টি দোকানে জরিপ চালিয়ে এই গবেষণা করা হয়।

এতে দেখা যায়, জরিপকৃত দোকানগুলোর ৮৪ শতাংশে সুগন্ধযুক্ত বা ফ্লেভারড সিগারেট এবং ৯৯ শতাংশ দোকানে এক শলাকা বা খুচরা সিগারেট বিক্রি হয়। শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ মিটার ব্যাসার্ধের মধ্যে থাকা দোকানগুলোর প্রতি ১০টির মধ্যে ৭টিতেই তামাকজাত পণ্যের বিজ্ঞাপন রয়েছে। আর প্রতি ১০টি দোকানের ২টিতে তামাক পণ্যের প্রচারণামূলক কার্যক্রম চালানো হয়।

তরুণদের মধ্যে তামাক পণ্যের আকর্ষণ ও সহজলভ্যতা কমাতে বিক্রয়কেন্দ্রে বিজ্ঞাপন প্রচার, ফ্লেভারড সিগারেট এবং খুচরা শলাকা বিক্রি নিষিদ্ধ করার সুপারিশ করা হয় গবেষণা প্রতিবেদনে।

Comments

The Daily Star  | English
Khaleda Zia political legacy in Bangladesh

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’.

23h ago