সরকারে যারাই আসুক ২টি সংস্কার ‘অপরিবর্তনীয়’ দেখতে চান আইন উপদেষ্টা

আসিফ নজরুল | ফাইল ফটো

অন্তর্বর্তী সরকারের বিদায়ের পর যারাই সরকারে আসুক না কেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও বিচার বিভাগের স্বাধীনতা বহাল থাকবে বলে আশা প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

তার বিশ্বাস, এ দুটি মৌলিক বিষয় 'সুরক্ষিত ও অপরিবর্তনীয়' থাকবে।

আজ বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে মানবাধিকার দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আসিফ নজরুল এ আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, 'দুটি বিষয় কখনোই হারিয়ে যাবে না। প্রথমত, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যা ইতোমধ্যে সুপ্রিম কোর্টের রায়ে সুরক্ষিত। দ্বিতীয়ত, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ। সুপ্রিম কোর্ট নিজেই এখন এই আইনের রক্ষক।'

'মানবাধিকার অগ্রগতির জন্য এ দুটি বিষয় মৌলিক গ্যারান্টি' বলে মনে করেন তিনি।

পুলিশ কমিশন অধ্যাদেশের উদাহরণ টেনে আইন উপদেষ্টা বলেন, 'যদিও শতভাগ শক্তিশালী কমিশন গঠন সম্ভব হয়নি, তবুও এটি একটি স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে সরকারের ওপর ইতিবাচক চাপ তৈরি করবে,' বলেন তিনি।

অর্জিত সংস্কারগুলো রক্ষা করে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে আসিফ নজরুল বলেন, 'সবাই মিলে একসঙ্গে কাজ করলে আমরা আরও উন্নত বাংলাদেশ গড়তে পারব।'

অনুষ্ঠানে গৃহায়ণ ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান প্রমুখ বক্তব্য রাখেন।

Comments

The Daily Star  | English
Khaleda Zia political legacy in Bangladesh

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’.

19h ago