আনিস আলমগীরের 'নিঃশর্ত' মুক্তি দাবি সিপিজের

আনিস আলমগীর। ছবি: সংগৃহীত

সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার সাংবাদিক আনিস আলমগীরের অবিলম্বে 'নিঃশর্ত' মুক্তির দাবি জানিয়েছে আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)।

এক বিবৃতিতে সিপিজে বলেছে, সাংবাদিকদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন প্রয়োগ করে মামলা ও গ্রেপ্তার উদ্বেগজনক। বিশেষ করে জাতীয় নির্বাচনের আগে এ ধরনের পদক্ষেপ সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে।

সিপিজের এশিয়া-প্যাসিফিক কর্মসূচির সমন্বয়কারী কুনাল মজুমদার বলেন, একটি গুরুত্বপূর্ণ নির্বাচনের কয়েক মাস আগে সন্ত্রাসবিরোধী আইনে একজন সাংবাদিককে গ্রেপ্তার করা সংবাদমাধ্যমের স্বাধীনতার প্রতি অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার নিয়ে প্রশ্ন তোলে।

তিনি আরও বলেন, বাংলাদেশের সরকারকে অবিলম্বে জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীরকে মুক্তি দিতে হবে এবং সরকারের সমালোচনা করার কারণে গণমাধ্যমকর্মীদের লক্ষ্যবস্তু করা বন্ধ করতে হবে।

সিপিজে আরও জানায়, বাংলাদেশে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। শুধু ২০২৫ সালের ফেব্রুয়ারিতেই অন্তত ১৭ জন সাংবাদিক হামলার শিকার হয়েছেন।

সংগঠনটি নিরাপত্তা–সংক্রান্ত আইনের আওতায় সাংবাদিকদের একাধিক গ্রেপ্তার ও আটকের ঘটনাও নথিভুক্ত করেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

আনিস আলমগীরকে গত ১৪ ডিসেম্বর রাজধানীর একটি জিম থেকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা আটক করে। ১৫ ডিসেম্বর সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

Comments

The Daily Star  | English
forex reserve Bangladesh

Bangladesh’s gross forex reserves cross $33 billion after three years

The gross foreign exchange reserves crossed $33 billion for the first time in three years

23m ago