বগুড়ায় খালেদা জিয়া-তারেক রহমানের পক্ষে মনোনয়ন সংগ্রহ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার দুটি আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন স্থানীয় নেতারা।
আজ রোববার বগুড়া-৭ (গাবতলী ও শাজাহানপুর উপজেলা) আসন থেকে বেগম খালেদা জিয়া ও বগুড়া-৬ (সদর) আসনের জন্য তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে জেলা প্রশাসক (ডিসি) ও জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
তিনি বলেন, 'তারেক রহমান আসন্ন জাতীয় নির্বাচনে বগুড়া সদর আসন থেকে অংশগ্রহণ করবেন। তিনি এই আসনটি বেছে নিয়েছেন—এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়।'
এরপর দুপুর ২টার দিকে বগুড়া জেলা নির্বাচন কার্যালয় থেকে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলালউজ্জামান তালুকদার।
সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. ফজলুল করিম বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
এ সময় হেলালউজ্জামান বলেন, 'দল থেকে ইতোমধ্যে ঘোষণা দেওয়া হয়েছে যে বেগম খালেদা জিয়া বগুড়া-৭ (গাবতলী ও শাজাহানপুর উপজেলা) আসন থেকে নির্বাচন করবেন। সে কারণেই আজ আমরা এখানে এসে তার মনোনয়নপত্র সংগ্রহ করেছি। দল ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে নির্ধারিত সময়ের মধ্যেই মনোনয়নপত্র জমা দেওয়া হবে।'


Comments