কারো স্বার্থে নির্বাচন পেছানোর চেষ্টা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না: আমীর খসরু

আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি

কেউ যদি নিজের স্বার্থে নির্বাচন পেছানোর চেষ্টা করে, তা বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আজ সোমবার দুপুরে চট্টগ্রাম নগরীর একটি হোটেলে চট্টগ্রাম বিভাগীয় ব্যবসায়ী ফোরামের উদ্যোগে আয়োজিত বাণিজ্য সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আমীর খসরু বলেন, 'নির্বাচন না হলে, জনগণের মালিকানা ফিরে না পেলে এবং নির্বাচিত সংসদ ও সরকার না থাকলে—কারা এতে লাভবান হবে, সে বিষয়ে মানুষের মনে প্রশ্ন থেকেই যায়।'

'সরকারের অতিরিক্ত ক্ষমতা কোনো রাষ্ট্রের জন্য কল্যাণকর নয়; জনগণের ক্ষমতাই রাষ্ট্রকে শক্তিশালী করে। গণতন্ত্রের উদ্দেশ্য হলো জনগণের ক্ষমতার মাধ্যমে সরকারের ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা। বিএনপি জনগণের ক্ষমতার ওপর ভিত্তি করে একটি গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে চায়।'

আমীর খসরু বলেন, 'শুধু রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠা করলেই রাষ্ট্র গণতান্ত্রিক হয় না। গণতন্ত্র মানে সবার অধিকার নিশ্চিত করা। এজন্য পরিবেশ তৈরি করতে হবে।'

প্রচলিত ব্যবস্থায় ব্যবসায়ীরা নানা প্রয়োজনে মন্ত্রী বা এমপিদের কাছে যান--এই সংস্কৃতি বদলাতেই রাজনীতিবিদদের ব্যবসায়ীদের কাছে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সাবেক এই বাণিজ্য মন্ত্রী।

আমদানি ও রপ্তানিকারকদের সুবিধার বিষয়ে তিনি বলেন, 'আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে সিদ্ধান্ত গ্রহণে ব্যবসায়ীদের ভূমিকা বাড়ানো হবে। রপ্তানিকারকদের জন্য ব্যাক-টু-ব্যাক সুবিধা দেওয়া এবং সব খাতে অটোমেশন চালু করা হবে।'

কনটেইনার খালাসসহ সব অনুমোদন প্রক্রিয়া অটোমেশনের মাধ্যমে ওয়ান-স্টপ সার্ভিসে আনার পরিকল্পনার কথাও জানান তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুপস্থিতিতে শুধু দল নয়, পুরো দেশই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে উল্লেখ করে আমীর খসরু বলেন, 'তার শারীরিক উপস্থিতি দলকে আরও উৎসাহিত করবে এবং দেশের রাজনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।'

অনুষ্ঠানে বিজিএমইএর প্রথম সহ-সভাপতি সেলিম রহমান বলেন, 'চট্টগ্রামে আরও ইপিজেড প্রয়োজন। পাশাপাশি এসএমই খাতে উৎসাহ ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা গেলে জাতীয় অর্থনীতিতে বড় ভূমিকা রাখা সম্ভব।'

Comments

The Daily Star  | English

Comforters replacing blankets as urban winter favourite

When Rumana Parveen Rinky, a private jobholder, went shopping for winter essentials this year, she opted for something new -- a comforter..“It’s light, washable, and easy to use,” she said, explaining the reason behind switching from the heavy blanket she used in previous winters. “Blanket

Now