রাজশাহীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০.২ ডিগ্রি সেলসিয়াস
চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে রাজশাহীতে।
আজ বৃহস্পতিবার সকাল ৬টায় এই তাপমাত্রা রেকর্ড করার কথা জানায় আবহাওয়া অফিস।
রাজশাহী আবহাওয়া অফিসের সহকারী তারেক আজিজ জানান, রাজশাহীতে সূর্য ওঠে সকাল ৬টা ৪৫ মিনিটে। তবে ঘন কুয়াশার কারণে আজ সকাল ৮টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। বাতাসে আর্দ্রতা প্রায় শতভাগ হওয়ায় শীতের অনুভূতিও বাড়ছে।
গতকাল বুধবার রাজশাহীতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছিল ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমতে পারে। দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমতে থাকায় শীতের অনুভূতিও বাড়বে।
এদিকে, ঘন কুয়াশা ও তীব্র শীতে দুর্ভোগে পড়েছে মানুষ রাজশাহী ও আশপাশের এলাকার মানুষ। সড়কে যানবাহন ধীরে চলতে দেখা গেছে। অনেক গাড়ি ফগ লাইট জ্বালিয়ে চলাচল করছে।
তীব্র শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন ও মধ্য আয়ের মানুষ, বিশেষ করে দিনমজুররা। কুয়াশা ও শীত উপেক্ষা করেই ভোরে তাদের কাজে বের হতে হয়েছে।
অটোরিকশাচালক মোহাম্মদ ইউসুফ বলেন, এই শীতে কাজ করা খুব কষ্ট। ঠান্ডায় বের হওয়াই যন্ত্রণার। গত দুই–তিন দিন রোদের দেখা নাই, তবু রোজগারের জন্য বাইরে বের হতে হচ্ছে।
তালাইমারী মোড়ের চা দোকানি রফিকুল ইসলাম বলেন, আগের দিনের চেয়ে শীত আরও বাড়ছে। সকালে রাস্তায় লোকজন কম ছিল, এখন ধীরে ধীরে মানুষ বের হচ্ছে। এই ঠান্ডায় বাইরে কাজ করা খুব কঠিন।


Comments