চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ১৪ জনকে বাংলাদেশে পুশ ইন

দর্শনা সীমান্ত দিয়ে পুশ ইন করা ব্যক্তিদের একাংশ। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ১৪ জনকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার রাত ৯টার দিকে দর্শনা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের উদ্ধার করে হেফাজতে নেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

উদ্ধারকৃত ১৪ জনের মধ্যে ৪ শিশু, পাঁচজন নারী ও পাঁচজন পুরুষ। হিন্দি ভাষায় কথা বলায় তাদের ভারতীয় নাগরিক বলে ধারণা করা হচ্ছে এবং তারাও নিজেদের ভারতীয় বলে দাবি করেছেন।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, 'শুক্রবার রাতে অসহায় অবস্থায় দর্শনা বাসস্ট্যান্ডের কাছে তাদের ঘোরাঘুরি করতে দেখে এলাকাবাসী খাবার, কম্বল ও প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা করেন। পরে সাংবাদিকদের মাধ্যমে খবর পেয়ে বিজিবি ওই ১৪ জনকে উদ্ধার করে।'

তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি উল্লেখ করে নাজমুল হাসান বলেন, 'তাদের কাছে নাগরিকত্ব যাচাইয়ের মতো কাগজপত্র পাওয়া যায়নি। তারা নিজেদের ভারতের ওড়িশার নাগরিক দাবি করছেন এবং সবাই হিন্দিতে কথা বলেন। পরিচয় যাচাই শেষে তাদের থানায় হস্তান্তর করা হবে।'

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, 'তারা জানিয়েছেন তাদের বাড়ি ওড়িশায় এবং থাকতেন সরকারি জায়গায়। সরকারিভাবে উচ্ছেদ করে তাদের পুলিশ হেফাজতে এবং কিছুদিন জেলে রাখা হয়। পরে পুলিশ তাদের বিএসএফের কাছে হস্তান্তর করলে বিএসএফ বাংলাদেশে পুশ ইন করে।'

ওসি বলেন, 'বিজিবি বিএসএফের সঙ্গে সমঝোতা করতে পারলে ফেরত পাঠাবে। নাইলে আদালতের মাধ্যমে চালান করা হবে।'

Comments