কুড়িগ্রামে ৬ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধার গেজেট বাতিল
কুড়িগ্রামে তালিকাভুক্ত ছয়জন 'ভুয়া' মুক্তিযোদ্ধার নাম গেজেট থেকে বাদ দেওয়া হয়েছে। যাচাই-বাছাই শেষে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল তাদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিলের সুপারিশ করলে এ সিদ্ধান্ত অনুমোদন দেয় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।
আজ সোমবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা যায়।
গেজেট বাতিল হওয়া ছয়জন হলেন—কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার মো. শুকুর আলী, আব্দুল মালেক, কুড়িগ্রাম সদরের মো. আব্দুল হাই সরকার, মো. নছর উদ্দিন, উলিপুর উপজেলার মো. হাবিবুর রহমান ও নাগেশ্বরী উপজেলার মো. খবির আলী।
মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্ধারিত তদন্ত ও শুনানিতে ওই ছয়জন মুক্তিযুদ্ধে অংশগ্রহণের পক্ষে গ্রহণযোগ্য কোনো প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হয়েছেন। ফলে তাদের নাম মুক্তিযোদ্ধাদের সরকারি গেজেট ও তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
গেজেট বাতিল হওয়া কুড়িগ্রাম সদর উপজেলার আব্দুল হাই দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমি ছয় নম্বর সেক্টরে যুদ্ধ করেছি। আমার কাছে সব কাগজপত্র রয়েছে। খুব দ্রুত ঢাকা গিয়ে সেগুলো সংশ্লিষ্ট দপ্তরে জমা দেব। কেন আমার নাম গেজেট থেকে বাতিল করা হলো, তা আমি বুঝতে পারছি না।'
এ বিষয়ে কুড়িগ্রাম সদর উপজেলার কমান্ডার আব্দুল বাতেন ডেইলি স্টারকে বলেন, 'ওই ছয়জন অনেক বছর ধরে মুক্তিযোদ্ধা হিসেবে সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণ করে আসছেন। কী কারণে তাদের স্বীকৃতি বাতিল করা হলো, সে বিষয়ে আমরা আনুষ্ঠানিকভাবে অবগত নই। তবে বিষয়টি নিয়ে কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সঙ্গে কথা বলব।'


Comments