১৫ ঘণ্টা পর ঢাকা–ময়মনসিংহ রেল যোগাযোগ স্বাভাবিক
প্রায় ১৫ ঘণ্টা পর আজ সোমবার রাত ৮ টার দিকে ঢাকা–ময়মনসিংহ রেলরুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
ঢাকা–ময়মনসিংহ রেলরুটের শ্রীপুর রেলস্টেশনের মাস্টার মোহাম্মদ শামীম দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্ঘটনাকবলিত রেললাইন মেরামত এবং লাইনচ্যুত বগি উদ্ধার শেষে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।
এর আগে ময়মনসিংহের গফরগাঁওয়ে দুর্বৃত্তদের নাশকতার ঘটনায় ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এতে ভোর ৫টা থেকে ঢাকা–ময়মনসিংহ রেলপথে সব ধরনের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আতিকুর রহমান ডেইলি স্টারকে জানান, গফরগাঁও এলাকার কাছে দুর্বৃত্তরা প্রায় ১৫ ফুট রেললাইন কেটে নিয়ে যায়। এ কারণে ঢাকা–ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল।
তিনি আরও জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষের কর্মকর্তা আরিফ রাব্বানী বাদী হয়ে মামলাটি করেছেন।
ময়মনসিংহ-১০ (গফরগাঁও) সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে গত শনিবার বিকেল থেকে মনোনয়নবঞ্চিত প্রার্থীদের সমর্থকরা আন্দোলন করছেন।
এরমধ্যেই সেখানে দুর্বৃত্তরা রেললাইন খুলে সরিয়ে ফেলায় ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়।


Comments