জিয়াউর রহমানের পাশে খালেদা জিয়াকে সমাহিত করার প্রস্তুতি
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে তার স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করার সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।
আজ মঙ্গলবার সকাল ১১টা ৪০ মিনিটের দিকে দেখা গেছে, রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যান এলাকায় জিয়াউর রহমানের কবরের পূর্ব দিকে তাকে কবর দেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে।
এসময় গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তারা কবরের স্থান মাপজোক করছিলেন। নির্বিঘ্নে কাজ করার শেরে বাংলা নগর ও এর আশপাশের এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। তার নামাজে জানাজা আগামীকাল বুধবার বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে।
জানাজা শেষে শহিদ রাষ্ট্রপতি ও বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের সমাধিস্থলের পাশে তাকে দাফন করা হবে বলে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


Comments