খালেদা জিয়ার জানাজা সম্পন্ন

জানাজায় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অন্যান্যরা। ছবি সৌজন্য: বিএনপি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা নামাজ সম্পন্ন হয়েছে।

আজ বুধবার মানিক মিয়া অ্যাভিনিউতে বেলা ৩টা বেজে ২ মিনিটে খালেদা জিয়ার জানাজা শুরু হয়।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক খালেদা জিয়ার জানাজা পড়ান।

জানাজার আগে খালেদা জিয়ার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংক্ষিপ্ত বক্তব্যে তার মায়ের জন্য সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং কারও কাছে কোনো ঋণ থাকলে পরিশোধের প্রতিশ্রুতি দেন।

সকাল থেকে খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানুষের ঢল নামে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ, সংসদ ভবনের সামনের মাঠসহ আশাপাশের এলাকায়। 

জানাজাস্থল পরিপূর্ণ হয়ে যাওয়ায় খামারবাড়ি, ফার্মগেট, আসাদগেট, মিরপুর রোড এবং বিজয় সরণিসহ আশেপাশের এলাকায়ও বিপুল সংখ্যক মানুষ রাস্তায় দাঁড়িয়েই জানাজায় অংশ নেন।

খালেদা জিয়াকে শেরেবাংলা নগরে স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হবে।

 

Comments

The Daily Star  | English

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’

8h ago