রংপুরে শীতজনিত রোগে ৯ শিশুসহ ১৬ জনের মৃত্যু
শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গত এক সপ্তাহে ৯ শিশুসহ ১৬ জনের মৃত্যু হয়েছে।
আজ রোববার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'গত এক সপ্তাহে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে ৯ শিশু ও ৭ বয়স্ক ব্যক্তি এই হাসপাতালে মারা গেছেন।'
পরিচালক জানান, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ডায়রিয়া ও অ্যাজমার মতো জটিলতায় আক্রান্ত হয়ে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে। 'নিহত শিশুদের বয়স ছিল ১ থেকে ৫ বছরের মধ্যে এবং বয়স্কদের বয়স ৭০ বছরের ঊর্ধ্বে। এই দুই বয়সের মানুষ ঠাণ্ডাজনিত রোগে বেশি ঝুঁকিতে থাকে,' বলেন তিনি।
তিনি আরও বলেন, 'এ সময় প্রায় ৩ হাজার শিশু ও দেড় হাজারের বেশি বয়স্ক ব্যক্তি শীতজনিত রোগ নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে ৪০০'র বেশি শিশু ও প্রায় ২০০ বয়স্ক রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। প্রতিদিনই এ সংখ্যা বাড়ছে।'
রংপুর নগরীর নবদিগঞ্জ এলাকার বাসিন্দা সিরাজুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমার দুই বছরের শিশু মাহিম ইসলাম নিউমোনিয়ায় আক্রান্ত হলে শনিবার রাত ১০টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করাই। চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোর ৫টার দিকে আমাদের সন্তান মারা যায়।'
রংপুর অঞ্চলের পাঁচ জেলা—রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা ও নীলফামারীর জেলা ও উপজেলা হাসপাতালগুলোতে শীতজনিত রোগে আক্রান্ত রোগীদের ভিড় লক্ষ্য করা গেছে। বিশেষ করে নিউমোনিয়া, শ্বাসকষ্ট, ডায়রিয়া, অ্যাজমা ও জ্বরে আক্রান্ত হয়ে প্রতিদিন অনেক রোগী হাসপাতালে আসছেন।
রংপুর আবহাওয়া অফিস জানায়, রোববার সকাল ৯টায় রংপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া তেঁতুলিয়ায় ১১, সৈয়দপুরে ১১ দশমিক ৮, কুড়িগ্রামে ১১, দিনাজপুরে ১১ দশমিক ৬, নীলফামারীতে ১২, নওগাঁয় ১১ দশমিক ৮, লালমনিরহাটে ১২ এবং গাইবান্ধায় ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
রংপুর আবহাওয়া অফিসের ইনচার্জ আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান বলেন, 'হিমালয়ের নিকটবর্তী হওয়ায় দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় রংপুর বিভাগে শীতের তীব্রতা বেশি অনুভূত হয়। উত্তরের বরফশীতল বাতাসের কারণে এই অঞ্চলে হাড়কাঁপানো শীত পড়েছে। এই পরিস্থিতি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।'


Comments