সীতাকুণ্ডে সৈকতে ২ শিপব্রেকিং শ্রমিকের মরদেহ উদ্ধার
চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি শিপব্রেকিং ইয়ার্ডের কাছে সমুদ্রসৈকত থেকে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহতরা হলেন সাইফুল ইসলাম ও আবদুল খালেক। তারা কেআর শিপ রিসাইক্লিং ইয়ার্ডের শ্রমিক ছিলেন।
চট্টগ্রাম শিল্প পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, 'গত রাত আড়াইটার দিকে কুমিরা এলাকার ইয়ার্ডের কাছের সমুদ্রসৈকত থেকে দুই শ্রমিকের উদ্ধার করা হয়। তাদের মধ্যে একজনের হাত ও মাথা বিচ্ছিন্ন অবস্থায় ছিল। তবে তদন্ত শেষে এ ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।'
তিনি আরও বলেন, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
চট্টগ্রামের কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগের (ডিআইএফই) পরিদর্শক শহীদ পারভেজ জানান, তারা দুই শ্রমিকের মরদেহ উদ্ধারের খবর পেয়েছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও জানা যায়নি।
তিনি বলেন, 'আমরা ঘটনাস্থলে যাচ্ছি।'
এদিকে ইয়ার্ড কর্তৃপক্ষ ও শ্রমিক নেতাদের দেওয়া বিবরণে ভিন্নতা দেখা দিয়েছে।
কেআর শিপ রিসাইক্লিং ইয়ার্ডের মালিক তাসলিম উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, এর আগে তার ইয়ার্ডে ডাকাতির ঘটনা ঘটেছিল এবং গত রাতেও আরেকটি হামলা হয়েছে।
তিনি দাবি করেন, 'এ ঘটনায় আমাদের দুই শ্রমিক নিহত হয়েছেন।'
অন্যদিকে শিপব্রেকিং ওয়ার্কার্স ট্রেড ইউনিয়ন ফোরামের আহ্বায়ক তপন দত্ত বলেন, দুই শ্রমিক রাতে জাহাজ বিচিং (সমুদ্র থেকে তীরে আনা) করার সময় দুর্ঘটনায় নিহত হয়েছেন।
তিনি বলেন, 'উপেক্ষা ও অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।'
তপন দত্ত দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ও নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন।

Comments