বাসশূন্য বগুড়া-রংপুর মহাসড়কে বেশি ভাড়ায় বিকল্প যানবাহনে যাত্রীরা

বাস ধর্মঘটের কারণে বিকল্প যানবাহন ব্যবহার করছেন সাধারণ মানুষ। ছবি: স্টার

রংপুরে বিএনপির বিভাগীয় সম্মেলনকে কেন্দ্র করে গতকাল শুক্রবার সকাল ৬টা থেকে ৩৬ ঘণ্টার ধর্মঘট পালন করছে রংপুর বিভাগের বাস মালিক ও শ্রমিক সংগঠন। এতে করে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। কয়েক গুণ বেশি ভাড়া দিয়ে তাদের গন্তব্যে পৌঁছাতে হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, আজ শনিবার বগুড়া থেকে দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে সব বাস। তবে, রাস্তায় অন্যান্য যানবাহন আছে। কিছু দূরপাল্লার বাস ঢাকা থেকে এলেও, তা যাত্রী নামিয়ে দিচ্ছেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী উপজেলায়।

গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী উপজেলা থেকে দ্বিগুণ ভাড়া দিয়ে, সিএনজিচালিত আটোরিকশা বা লেগুনাতে চড়ে রংপুর যাচ্ছেন অনেকে।

বগুড়ায় একটি বেসরকারি এনজিওতে চাকরি করেন সুমন চন্দ্র দাস (৪৫)। পারিবারিক কারণে ছুটি নিয়ে তিনি রংপুর যাচ্ছেন। দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, 'বাড়িতে একটা ঝামেলার কারণে ছুটি নিয়েছি। বগুড়া মাটিডালি থেকে সকালে কোনো বাস পাইনি। পরে ১০০ টাকা ভাড়া দিয়ে সিএনজিচালিত অটোরিকশায় গোবিন্দগঞ্জ এসেছি। এখানে এক ঘণ্টা দাঁড়িয়ে আছি, কোনো বাস নেই। বগুড়া থেকে গোবিন্দগঞ্জ অটোরিকশা ভাড়া ১০০ টাকা বেশি নিয়েছে।'

রংপুরের পীরগঞ্জে সংলগ্ন গাইবান্ধার পলাশবাড়ী বাসস্ট্যান্ডে দেখা যায়, সেখান থেকে শুধুমাত্র ট্রাক, অটোরিকশা ও লেগুনায় করে রংপুরে যাওয়া যাচ্ছে।

গাইবান্ধার পলাশবাড়ীর বাসিন্দা মারুফা ইয়াসমিন (২০) রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। কয়েকদিন আগে তিনি বাড়ি এসেছিলেন। আজ ফিরে যাচ্ছেন রংপুর। তিনি ডেইলি স্টারকে বলেন, 'পলাশবাড়ী থেকে অনেক বাস রংপুর যায়। প্রতি মিনিটে বাস পাওয়া যায়। আজ এখানে এসে ৩০ মিনিট দাঁড়িয়ে আছি। ৭০-৮০ টাকার অটোরিকশায় ভাড়া আজ ২০০ টাকা চাচ্ছে।'

জানতে চাইলে রেজাউল করিম নামের এক অটোরিকশাচালক বলেন, 'পলাশবাড়ী থেকে রংপুরের ভাড়া ১০০ টাকা। আজ নেওয়া হচ্ছে ২০০ টাকা।'

বেশি ভাড়া নেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, 'এখন অটোরিকশা নিয়ে রংপুর গেলে ফিরে আসার সময় কোনো যাত্রী পাওয়া যায় না। খালি অটোরিকশা নিয়ে ফিরে আসতে হয়। তাই ১০০ টাকা বেশি নেওয়া হচ্ছে।'

অন্যদিকে গাইবান্ধা থেকে রংপুর সমাবেশে যোগ দিতে নানা ধরনের দুর্ভোগ পোহাতে হয়েছে বিএনপি নেতা-কর্মীদের। পুলিশ পথে পথে হয়রানি করেছে বলে অভিযোগ করেন জেলা বিএনপির নেতা-কর্মীরা।

জানতে চাইলে গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহমুদুন্নবী টুটুল ডেইলি স্টারকে বলেন, 'বাস বন্ধের কারণে আমাদের নেতা-কর্মীরা কেউ পায়ে হেঁটে, কেউ রিকশায় করে, কেউ আটোরিকশায় করে রংপুর পৌঁছেছেন।'

'পথে পথে পুলিশ আমাদের অটোরিকশা-ভ্যান আটকিয়ে হয়রানি করছে', যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

3h ago