বিএনপির সমাবেশস্থলে নেতাকর্মীদের ভিড় বাড়ছে

সিলেট বিভাগের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার বিএনপি নেতাকর্মী নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে জড়ো হয়েছেন। ছবি: আনিসুর রহমান/ স্টার

বিএনপির বিভাগীয় সমাবেশের আগের দিন সিলেট বিভাগের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার বিএনপি নেতাকর্মী নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে জড়ো হয়েছেন।

হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজারে পরিবহন ধর্মঘটের মধ্যেই স্লোগান দিয়ে এবং ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে নেতাকর্মীরা সিলেটে আসছেন। সেখানে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

সুনামগঞ্জ থেকে কয়েক হাজার বিএনপি নেতাকর্মী মোটরসাইকেলে করে সমাবেশস্থলে পৌঁছেছেন। কয়েকশ যাত্রীবাহী ট্রলার হাজার হাজার বিএনপি নেতাকর্মী নিয়ে আজ বিকেলে সিলেটে পৌঁছেছে।

সুনামগঞ্জের ধর্মপদ উপজেলার ইউনিয়ন বিএনপি নেতা মতিউর রহমান বলেন, 'আমরা প্রায় ৩০০ বিএনপি সমর্থক বৃহস্পতিবার বিকেলে একটি ট্রলারে করে যাত্রা শুরু করে আজ শুক্রবার বিকেলে সিলেটে পৌঁছেছি। রাতে আমরা ট্রলারে ও মাঠে ক্যাম্পে থাকব।'

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও গ্রামের ৬৭ বছর বয়সী বিএনপি সমর্থক আবু মিয়া বলেন, 'আমি গতকাল রাত ১০টায় শ্রীমঙ্গলে আসি। দেড়টায় ট্রেনে উঠে ভোর ৪টায় সিলেট পৌঁছাই। এরপর থেকে মাঠে ক্যাম্পে আছি।'

`এখানে এসে নিজেকে ৩০ বছরের যুবক মনে হচ্ছে', যোগ করেন তিনি।

 

Comments

The Daily Star  | English

Highest ever remittance came in 2025

Migrants sent home $32.8 billion in the just-concluded year

1h ago