‘সরকারের ষড়যন্ত্র সফল হয়নি, বিএনপি আগের চেয়ে অনেক শক্তিশালী হয়েছে’

রুমিন ফারহানা। ছবি: সংগৃহীত

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, গত ১৫ বছর ধরে সরকার দুঃশাসনসহ স্টিম রোলার চালিয়ে বিএনপিকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছিল। তবে সরকারের কোনো ষড়যন্ত্রই সফল হয়নি। বরং বিএনপি আগের চেয়েও অনেক শক্তিশালী হয়েছে।

আজ শুক্রবার বিকেলে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে বিএনপির মিডিয়া সেল আয়োজিত 'জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গঠনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরবর্তীতে জাতীয় সরকার ও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ অপরিহার্য' শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, 'বিভাগীয় সমাবেশগুলো সরকারের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, বিএনপি গণমানুষের দল। আগামী ২০২৪ সালের নীলনকশার নির্বাচন বিএনপি কখনোই হতে দেবে না।'

এসময় দিনাজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল জব্বার, হাবিপ্রবির অধ্যাপক ড. আবু হাসান, অধ্যাপক মহিদুল হাসান, পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচিসহ শিক্ষক, আইনজীবী, জনপ্রতিনিধি ও সাংবাদিকসহ স্থানীয় বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

Chhatra Dal rally begins at Shahbagh

BNP’s Acting Chairman Tarique Rahman joined the rally virtually as the chief guest

3h ago