‘বাস মালিকরা আতঙ্কে ও যাত্রী কম থাকায় গাড়ি বের করেননি’

এনায়েতুল্লাহ
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ। ছবি: সংগৃহীত

গাড়ির মালিকেরা আতঙ্কে থাকায় এবং রাস্তায় যাত্রী কম থাকায় অনেকেই আজ রাজধানীতে গাড়ি বের করেননি বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ।

আজ শনিবার দ্য ডেইলি স্টারকে তিনি এ কথা জানান।

রাজধানীতে আজ বাস কম থাকার বিষয়ে খন্দকার এনায়েতুল্লাহ বলেন, 'সকালে কিছু যাত্রী ছিল। সেজন্য কিছু গাড়িও বেরিয়েছিল। কিন্তু, সড়কে যাত্রী কম থাকায় পরবর্তীতে অনেক মালিক রাস্তা থেকে গাড়ি উঠিয়ে নিয়েছে। এ ছাড়া, গতকাল মিরপুরে একটি গাড়ি পোড়ানো হয়েছিল। সেই কারণে বাস মালিকরা আতঙ্কে রয়েছেন।'

রাস্তায় গাড়ি বের না করার বিষয়ে সরকার বা প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের নির্দেশনা ছিল কি না, জানতে চাইলে তিনি বলেন, 'এ ধরনের কোনো নির্দেশনা ছিল না এবং আমরাও আমাদের সংগঠনের পক্ষ থেকে কোনো মালিককে রাস্তায় গাড়ি বের না করার বিষয়ে কোনো ধরনের নির্দেশনা দেইনি।'

Comments

The Daily Star  | English

Local govt expert Prof Tofail Ahmed passes away

Career spanned academia, policy reform, and development consultancy

46m ago