দেশে পাহাড় সমান বৈষম্য: সিপিবি

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন সিপিবি নেতারা। ছবি: সংগৃহীত

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, দেশে পাহাড় সমান বৈষম্য। ২২ পরিবারের হাত থেকে মুক্তি পেলেও এখন অন্তত ২ হাজার ২০০ পরিবার সৃষ্টি হয়েছে, যাদের সম্পদ আকাশচুম্বী। দেশকে গণতন্ত্রহীনতা, সাম্প্রদায়িকতা, বৈষম্যমুক্ত করা যায়নি।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় মহান বিজয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এসব কথা বলেন।

এ সময় সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রুহিন হোসেন প্রিন্স বলেন, 'আজকের দিনে মুক্তিযুদ্ধের চেতনায় গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা ও বৈষম্যমুক্ত দেশ গড়ার শপথ নিতে হবে। এ জন্য রাজনীতিতে নীতিনিষ্ঠ বাম গণতান্ত্রিক বিকল্পশক্তি সমাবেশ গড়ে তুলতে হবে।'

সিপিবি নেতারা এ সময় বলেন, 'মুক্তিযুদ্ধের বিজয়ের ৫১ বছর পার করলেও এখন পর্যন্ত সবার হাতে কাজ ও সবার মুখে ভাত তুলে দেওয়া যায়নি। লুটেরা দুর্বৃত্তরা দেশকে লুটপাট করে খাচ্ছে। এর থেকে পরিত্রাণ পেতে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তুলতে হবে।'

Comments

The Daily Star  | English

Tamim Iqbal pulls out of BCB elections over 'govt interference'

Former Bangladesh skipper Tamim Iqbal won't run in the upcoming board of directors' election of the BCB

40m ago