মনজুরুল আহসান খানকে সিপিবির উপদেষ্টা পদ থেকে স্থায়ী অব্যাহতি

সিপিবি

শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের দায়ে মনজুরুল আহসান খানকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপদেষ্টার পদ থেকে স্থায়ী অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া, তার সদস্যপদ আগামী ৬ মাসের জন্য স্থগিত করা হয়েছে।

সদস্যপদ স্থগিত থাকাকালীন তার কার্যকলাপ নিয়ে নতুন কোনো অভিযোগ উত্থাপিত হলে আবার শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজ সোমবার সকাল ১১টায় সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে সভাপতি মো. শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

কেন্দ্রীয় কমিটির সভায় বক্তব্য দেন পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, প্রেসিডিয়াম সদস্য শাহীন রহমান, অধ্যাপক এ. এন. রাশেদা, লক্ষ্মী চক্রবর্তী, মোতালেব মোল্লা, কর, কেন্দ্রীয় কমিটির সম্পাদক আনোয়ার হোসেন রেজা, কোষাধ্যক্ষ ডা. ফজলুর রহমান, কন্ট্রোল কমি সদস্য মাহবুব আলম, ডা. এম. এ. সাঈদ, আবু হোসেন, কাজী সোহরাব হোসেন, সুজাত আলী, কেন্দ্রীয় সদস্য মুজাহিদুল ইসলাম সেলিম, কাজী সাজ্জাদ জহির চন্দন, রফিকুজ্জামান লায়েক, অনিরুদ্ধ দাশ অঞ্জন, আম ক্বাফি রতন, অধ্যাপক এম এম আকাশ, আহসান হাবীব লাবলু, ডা. দিবালোক সিংহ, এমদাদুল হক।

আরও বক্তব্য দেন জলি তালুকদার, মন্টু ঘোষ, মনিরা বেগম অনু, সোহেল আহমেদ, মাকছুদা আক্তার এস.এ রশিদ, রাগীব আহসান মুন্না, হাসান তারিক চৌধুরী, ডা. সাজেদুল হক রুবেল, লুনা নূর, হোসেন, আইনুন্নাহার সিদ্দিকা, আসলাম খান, মহসীন রেজা, নিমাই গাঙ্গুলি, মানবেন্দ্র দেবা আক্তার, হাফিজুল ইসলাম, আশরাফুল আলম, মোহাম্মদ আলতাফ হোসাইন, ইসমাইল হোসেন, খন্দকার রহমান, অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, ইদ্রিস আলী, জাহিদ হোসেন খান, মোসলেহ উদ্দিন, ইসলাম, হাসিনুর রহমান রুশো, সাদেকুর রহমান শামীম, নলিনী সরকার ও সাজিদুল ইসলাম।

Comments

The Daily Star  | English

Millions mourn

The entire city stood in solemn tribute to Bangladesh’s first female prime minister yesterday.

6h ago