‘বিএনপি আমলের গরিব বাংলাদেশ এখন উন্নয়নের জোয়ারে ভাসছে’

Obaidul Quader
ওবায়দুল কাদের। ফাইল ফটো

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির গণজোয়ার, আন্দোলন, সরকার পতনের আন্দোলন সবই ভুয়া। বিএনপির অসুস্থ আন্দোলন এখন হাসপাতালে। ৫৪ দলের জোট মানে ৫৪টি ঘোড়ার ডিম।

আজ সোমবার রাজধানীর নতুন বাজারে আওয়ামী লীগের এক সমাবেশে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, 'আমরা অসুস্থ রাজনীতি করি না, বিএনপি ভুয়া অসুস্থ রাজনৈতিক পরিস্থিতি তৈরি করে অসুস্থতার নাটক করে। বিএনপির আন্দোলনের নেতৃত্বের নেতা নেই। নেতাকর্মীদের জনস্রোত কীভাবে নামাতে হয় বিএনপিকে এসে দেখে যাওয়ার আমন্ত্রণ জানান।'

'আগামী জানুয়ারিতে খেলা হবে নির্বাচনের মাধ্যমে- লুটপাটের বিরুদ্ধে। ফাইনাল খেলা হবে প্রস্তুত হয়ে যান। বিএনপি আমলের গরিব বাংলাদেশ এখন উন্নয়নের জোয়ারে ভাসছে। আমেরিকার দূতাবাসে গিয়ে নালিশের পর নালিশ করে অস্থির হয়ে গেছে,' বলেন তিনি।

তিনি আরও বলেন, 'ডোনাল্ড লু বলেছেন- বাংলাদেশ অগ্রগতি ও উন্নয়ন হয়েছে যথেষ্ট, র‍্যাবের নিষেধাজ্ঞা বিষয়ে লু জানান, আনুষ্ঠানিকভাবে র‍্যাবের নিষেধাজ্ঞা উঠিয়ে না নিলেও নতুন কোনো নিষেধাজ্ঞা আসছে না। বাংলাদেশের বাণিজ্যিক অবস্থার উন্নয়ন হয়েছে।'

'চুরি বিদ্যার প্রচলন বিএনপি করেছে, এতিমের টাকাও চুরি করেছে... বিএনপি আমাদের কথার উত্তর দিত চায় না। বঙ্গবন্ধুর খুনিদের কেন আইন করে মুক্তি দেওয়া হয়েছে এবং ৭ দফা কেন বাদ দেওয়া হয়েছে, এসব প্রশ্নের উত্তরে বিএনপি নীরব। সত্যের জবাবে বিএনপি নেতারা নীরব। বিএনপির ভেতরে স্নায়ু যুদ্ধ চলছে, তাদের ৫৪ দলের ঐক্যের মিল নেই সবই ভুয়া।'

সমাবেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, 'বাংলাদেশ বিএনপি-জামায়াতের সময় ব্যর্থ রাষ্ট্র এখন সেটা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ। বিএনপি এদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়। জামায়াত ইসলামি ও নব্য রাজাকাররা বারবার ষড়যন্ত্রের চেষ্টা করছে দেশকে অস্থিতিশীল করতে। সংবিধান নিয়ে বিএনপি নেতাদের উল্টাপাল্টা বক্তব্যের কঠোর প্রতিবাদ করেন। জিয়া কখনোই মুক্তিযোদ্ধা ছিল না। এদেশের স্বাধীনতা কারো দয়ায় বা টেবিল মিটিংয়ের মাধ্যমে নয়, বঙ্গবন্ধুর আন্দোলনের মাধ্যমে এসেছে।'

Comments

The Daily Star  | English

Ducsu polls returns to campus in style with exceptional voter turnout

It was 78% this time, a leap from 50-60% in the 1970s and ‘80s

52m ago