নরসিংদীতে খায়রুল কবির খোকনের বাড়িতে ছাত্রদলের পদবঞ্চিতদের আগুন

নরসিংদীতে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ছাত্রদলের পদবঞ্চিত নেতারা মশাল মিছিল বের করে। মশাল মিছিল থেকে চিনিশপুরে খায়রুল কবির খোকনের বাড়ির নিচতলায় জেলা বিএনপি কার্যালয়ে আগুন দেওয়া হয়। ছবি: সংগৃহীত

নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক খায়রুল কবির খোকনের বাসার নিচতলায় জেলা বিএনপি কার্যালয়ে আগুন দিয়েছে ছাত্রদলের পদবঞ্চিত নেতারা। 

আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে পদবঞ্চিত নেতারা নরসিংদী শহরের উপজেলা মোড় থেকে মশাল মিছিল বের করে। এ সময় তারা খায়রুল কবির খোকন ও পদ পাওয়া নেতাদের বিরুদ্ধে শ্লোগান দেন।

মিছিলটি থেকে চিনিশপুরে বিএনপি কার্যালয়ের নিচতলায় আগুন ধরিয়ে দেওয়া হয়। এসময় কার্যালয়ের নিচতলার আসবাবপত্রসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করা হয়। একই ভবনের দোতলায় খায়রুল কবির খোকনের বাসভবন।

এ ঘটনার ৪টি ভিডিও ফুটেজ দ্য ডেইলি স্টারের কাছে পৌঁছেছে। ভিডিওতে দেখা যায়, নরসিংদী জেলা ছাত্রদলের সদ্য বিদায়ী কমিটির সদস্য সচিব ও নতুন কমিটির সিনিয়র সহ-সভাপতি মাইন উদ্দিন ভূঁইয়া ও সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক সাদেকুর রহমানের নেতৃত্বে ২০-২৫ নেতাকর্মী হাতে মশাল দিয়ে কমিটি বিরোধী বিভিন্ন শ্লোগান দিচ্ছেন।

ভাঙচুরের পর ভবনের ভেতরে ছড়িয়ে থাকা কাঁচের টুকরো। ছবি: সংগৃহীত

শ্লোগানে সদ্য ঘোষিত কমিটি ভেঙে আবার কমিটি গঠন করার দাবি জানানো হয়।

বিএনপি নেতাকর্মীরা জানায়, রাত সাড়ে ৯টার দিকে চিনিশপুরে জেলা বিএনপির কার্যালয় ও দলের যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকনের বাড়িতে মশাল মিছিল নিয়ে হামলা চালানো হয়। হামলাকারীরা বাড়ির মূল ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে বারান্দায় প্লাস্টিকের চেয়ারে অগ্নিসংযোগ করে এবং ইট-পাটকেল ছুড়ে জানালা ও সিঁড়িঘরে ভাঙচুর করে।  

এক পর্যায়ে আগুন ভেতরের বসার ঘর ও সিঁড়িতে ছড়িয়ে গেলে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত পৌনে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে যায় ঘরের ভেতরের শতাধিক চেয়ার। তবে, বাসভবনে সে সময় কেউ না থাকায়, কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এই অগ্নিসংযোগের সঙ্গে কারা জড়িত তা নিশ্চিত করতে পারেনি বিএনপি নেতাকর্মীরা। তবে তাদের ধারণা, জেলা ছাত্রদলের নবঘোষিত কমিটিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে।

ঘটনাস্থলে উপস্থিত ভবনের দারোয়ান কাজল মিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, 'একদল দুর্বৃত্ত হঠাৎ বাড়ির গেটে হামলা করে ভেতরে প্রবেশ করে নিচতলার বিভিন্ন আসবাবপত্র ভেঙ্গে দেয় এবং আগুন লাগিয়ে দেয়।'

জানা গেছে, ছিদ্দিকুর রহমান নাহিদকে সভাপতি ও অব্যাহতিপ্রাপ্ত নেতা মেহেদী হাসান রিফাতকে সাধারণ সম্পাদক ঘোষণা করে আজ বৃহস্পতিবার নরসিংদী জেলা ছাত্রদলের ৫ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের সই করা এক প্রেস রিলিজের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

বিদায়ী কমিটির সদস্য সচিব ও নতুন কমিটির সিনিয়র সহ-সভাপতি মাইন উদ্দিন ভূঁইয়া দ্য ডেইলি স্টারকে বলেন, 'অছাত্র, অব্যাহতিপ্রাপ্ত ও জেলা বিএনপির সদস্যদের নিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে। এটা ছাত্রদলের গঠনতন্ত্রের পরিপন্থী কাজ। আমরা এ ঘটনায় তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে এ কমিটি বাতিল করে ত্যাগী, পরীক্ষিত ও নির্যাতিত নেতাদের মূল্যায়নের মাধ্যমে নতুন কমিটি গঠন করার অনুরোধ করছি।'

আগের কমিটির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাদেকুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'নরসিংদী জেলা ছাত্রদলের এই নতুন কমিটি দেখে স্পষ্ট বুঝা যায় ত্যাগী-পরিক্ষিত-নির্যাতিত একাধিক মামলা খাওয়া নেতাকর্মীদের কোনো মূল্য নেই। যারা দলের বিরুদ্ধে যত অনিয়ম কার্যকলাপে জড়িত ও নরসিংদীতে দলের বিরুদ্ধে জুতা-ঝাড়ু মিছিল করেছে তাদের মূল্যায়ন করা হয়েছে।'

নরসিংদী জেলা ছাত্রদলের কমিটি ঘোষণার পর পদবঞ্চিতদের মশাল মিছিল। ছবি: সংগৃহীত

দলীয় কার্যালয়ে তথা খায়রুল কবির খোকনের বাড়িতে আগুন দেওয়ার দায় স্বীকার করে তিনি ডেইলি স্টারকে বলেন, 'জেলা ছাত্রদলের নতুন কমিটিতে ত্যাগী কর্মীদের মূল্যায়ন না করায় পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে এবং কমিটি নিয়ে পদ বাণিজ্য করায় বিক্ষুব্ধ ছাত্রনেতারা খোকনের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।'

'বঞ্চিত নেতারা বলেছেন যে যদি দ্রুত এই কমিটি বাতিল করে ত্যাগীদের নিয়ে কমিটি না দেওয়া হয় তাহলে এই আন্দোলন অব্যাহত থাকবে,' যোগ করেন সাদেকুর রহমান।

জানতে চাইলে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব ও নরসিংদী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুর এলাহী ডেইলি স্টারকে বলেন, 'বিএনপির মূল দলের পদপ্রাপ্ত নেতাকে কখনো ছাত্রদলের নেতা হতে পারে না। এটা আমাদের গঠনতন্ত্র লঙ্ঘন। আমাদের না জানিয়ে আন্দোলন-সংগ্রামে সংশ্লিষ্টতা নেই এমন লোকদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে।'

অগ্নিসংযোগের বিষয়ে তিনি বলেন, 'কে বা কারা আগুন দিয়েছে, আমি জানি না। কার্যালয়ের নিচতলায় সিসিটিভি ক্যামেরা আছে, ক্যামেরায় সব দেখা যাবে। আপাতত, আমরা উদ্ধার কাজ শেষ করে, বিষয়টি খায়রুল কবির খোকন ভাইসহ সবার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।'

খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জাহিদুল কবির ভূঁইয়া ডেইলি স্টারকে বলেন, 'এ আগুন গণতন্ত্রের বিরুদ্ধে দুষ্কৃতিকারীদের দেওয়া আগুন। দুষ্কৃতিকারীরা বিএনপির আপোষহীন নেতা খোকন ভাইয়ের বাড়িতে আগুন দিয়েছে। প্রশাসনের কাছে অনুরোধ করব সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে শাস্তির আওতায় নিয়ে আসতে।'

তবে, এ বিষয়ে মন্তব্য জানতে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম-আহবায়ক ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকনকে ফোন করা হলেও, তিনি রিসিভ করেননি।

যোগাযোগ করা হলে নরসিংদী জেলার অতিরিক্ত পুলিশ সুপার সামসুল আরেফিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা আগুন দেওয়ার ঘটনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়েছি। এখনো কাউকে শনাক্ত করতে পারিনি। সিসিটিভি ক্যামেরাসহ বিভিন্ন বিষয়গুলো নিয়ে কাজ করছি।'

'যে বা যারা অগ্নিসংযোগের ঘটনার পেছনে জড়িত, তাদেরকে শনাক্ত করে গ্রেপ্তার করা হবে,' বলেন তিনি।

Comments

The Daily Star  | English
shop owner killed in BNP party office

Landlord beaten to death in N'ganj BNP office over rent

Altercation over Ward BNP party office's rent payment at Salmodi Bazar in Araihazar, say police

1h ago