দেশে উন্নয়ন হলেও সম্পদ পাচার থামেনি: সিপিবি

বাংলাদেশ কমিউনিস্ট পার্টি
সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদের শ্রদ্ধা নিবেদন শেষে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)। ছবি: স্টার

বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, স্বাধীনতার ৫০ বছর পর সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক ও প্রবাসীরা দেশকে উন্নতির দিকে নিয়ে গেছে। কিন্তু, দেশের সম্পদ পাচার থামেনি।

আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদের শ্রদ্ধা নিবেদন শেষে তিনি গণমাধ্যমকে এ কথা বলেন।

তার মতে, 'দেশে অর্থনৈতিক উন্নয়ন হয়েছে। কিন্তু গণতন্ত্রহীনতা ও সাম্প্রদায়িকতা এখনো আমরা থামাতে পারিনি। লুটপাটতন্ত্রই এখন জেঁকে বসেছে।'

রুহিন হোসেন প্রিন্স আরও বলেন, 'আমরা যখন যুদ্ধ করি তখন জানতাম, পাকিস্তান দেশ একটা, কিন্তু অর্থনীতি ছিল ২টা। আমাদের এখানকার জনগণের সম্পদ বিদেশে পাচার হতো। বিশেষ করে পশ্চিম পাকিস্তানে। আগে পশ্চিম পাকিস্তানে সম্পদ পাচার হতো এখন বিদেশ বিভূঁইয়ে সম্পদ পাচার হচ্ছে।'

'এখনই আমাদের নতুন করে শপথ নিতে হবে। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে, গণতন্ত্রহীনতার বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হবে।'

'আমাদের যে অর্থ পাচার হচ্ছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। শোষণমুক্ত সমাজ গড়ার শপথ নিতে হবে। আমাদের কমিউনিস্ট পার্টি এই শপথ নিয়েই স্বাধীনতা দিবস উদযাপন করছে,' যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English

Thousands march to Suhrawardy Udyan amid traffic diversions across Dhaka

The party’s first-ever political rally at the historic venue is scheduled to begin at 2:00pm

1h ago