নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ শুরু

বিএনপি সমাবেশে কর্মী-সমর্থকদের ঢল। ছবি: সংগৃহীত

রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপির মহাসমাবেশ শুরু হয়েছে।

আজ শুক্রবার দুপুর সোয়া ২টায় আনুষ্ঠানিকভাবে মহাসমাবেশ শুরু হয়। 

নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের এক দফা দাবিতে সমাবেশের আয়োজন করা হয়েছে।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়।

ছবি: মো. আব্বাস/স্টার

সকাল থেকেই বিএনপির নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করায় এলাকায় ব্যাপক জনসমাগম হয়।

রঙিন পোশাক পরে, পোস্টার, ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে নিয়ে সরকারবিরোধী স্লোগান দিয়ে সমাবেশস্থলে আসেন দলীয় নেতাকর্মীরা।

দেড়টার দিকে বৃষ্টি ও নামাজের বিরতির কারণে ভিড় কমলেও ২টা থেকে আবারও তা বাড়তে শুরু করে।

বর্তমানে সমাবেশস্থলের সামনের অংশ পরিপূর্ণ, আশপাশের বিভিন্ন অলিগলি থেকে সবাই মূল মঞ্চের দিকে যাচ্ছেন।

ছবি: মুনতাকিম সাদ/স্টার

কেউ কেউ মঞ্চে উঠেছেন এবং উপস্থিতদের অনুপ্রাণিত করতে গান করতে দেখা গেছে অনেককে।

এর আগে সকাল থেকে বিএনপির সমাবেশে যোগ দিতে দুর্নীতি দমন কমিশন কার্যালয় ও মৎস্য ভবন মোড়ের সামনে হাজারো বিএনপি নেতাকর্মীকে জড়ো হতে দেখা যায়।

একই অবস্থা কাকরাইল মোড়, নাইটিংগেল মোড়, পুলিশ হাসপাতাল মোড়, দৈনিক বাংলা মোড়, ফকিরাপুল, মতিঝিল এলাকাতেও দেখা গেছে।

সমাবেশস্থলে আসা অনেকে বলেছেন, অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবোর একজন কর্মী হাফিস আল-আসাদ ডেইলি স্টারকে বলেন, 'আমরা যখন সমাবেশস্থলে আসছিলাম তখন আমাদের তল্লাশি করা হয়... অনেকেই হয়রানির শিকার হয়েছেন।

পাবনার বিএনপি কর্মী হামিদ বলেন, আমিন বাজার এলাকায় আমাদের গ্রুপের পাঁচ জনকে আটক করা হয়েছে।

পুলিশ, আনসার সদস্য ও গোয়েন্দা সংস্থার সদস্যদের সংলগ্ন মোড়ে মোতায়েন থাকতে দেখা গেছে।

Comments

The Daily Star  | English

Ocean of mourners gather to pay tribute to Khaleda Zia

Crowds spilled over into surrounding areas, with large gatherings seen in Farmgate, Karwan Bazar and nearby localities

2h ago