ঢাকায় আজ আওয়ামী লীগের ‘শান্তি সমাবেশ’

৭ টি আসন ছাড়ার ঘোষণা আওয়ামী লীগের

রাজপথে বিএনপির বিক্ষোভ মোকাবিলায় ক্ষমতাসীন আওয়ামী লীগ আজ রাজধানীতে সমাবেশ করবে।

ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ বিকাল ৩টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে 'শান্তি সমাবেশ' করবে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা সমাবেশে বক্তব্য রাখবেন।

এদিকে সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের এক দফা দাবিতে বরিশাল থেকে পটুয়াখালী পর্যন্ত রোডমার্চ করবে বিএনপি।

ক্ষমতাসীন দল আগামী ৪ অক্টোবর পর্যন্ত ধারাবাহিক কর্মসূচি পালন করবে।

গত ১৯ সেপ্টেম্বর বিএনপির ধারাবাহিক সমাবেশ ও রোডমার্চ ঘোষণার একদিন পর আওয়ামী লীগও তাদের কর্মসূচি দেয়।

আওয়ামী লীগের অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ নেতৃত্ব মনে করে আগামী ৪০ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বিএনপি সরকার পতনে তাদের আন্দোলন জোরদার করার চেষ্টা করবে।

তবে তারা মনে করেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর বিএনপির আন্দোলন গতি হারাবে, কারণ নির্বাচন কমিশন দায়িত্ব নেয়ার পর নির্বাচনকে ঝুঁকিতে ফেলার কোনো উপায় নেই।

তাই আগামী সব কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য দলের নেতাকর্মীদের কঠোর নির্দেশনা জারি করেছে দলটি।

গত বৃহস্পতিবার ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের এক বর্ধিত সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, 'আপনারা কঠোর পরিশ্রম করছেন, আগামী ৪০ দিন এই কঠোর পরিশ্রম চালিয়ে যাওয়ার জন্য আমি আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি।'

 

Comments

The Daily Star  | English
remittance earning of Bangladesh

Remittance rises 30% in July

Migrants sent home $2.47 billion in the first month of the current fiscal year

6h ago