এক দফা দাবিতে ধোলাইখালে বিএনপির সমাবেশ

ধোলাইখালে বিএনপির সমাবেশ
ধোলাইখাল এলাকার সড়কে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। বিএনপির নেতাকর্মীদের পদচারণায় ওই এলাকা মুখরিত হয়ে আছে। ছবি: সাজ্জাদ হোসেন/স্টার

সরকারের পদত্যাগ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির এক দফা দাবিতে রাজধানীর ধোলাইখালে বিএনপির সমাবেশ চলছে।

আজ সোমবার দুপুর আড়াইটার দিকে এ সমাবেশ শুরু হয়। ধোলাইখালের রায় সাহেব বাজার মোড় থেকে ওয়াসার পানির পাম্প পর্যন্ত সড়কে বিএনপির নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয়ে আছে। 

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজনে এ সমাবেশের প্রধান অতিথি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাড়ে ৪টার দিকে সমাবেশস্থলে উপস্থিত হন। বিশেষ অতিথি দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

এর আগে দুপুর দুপুর ১টা থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হন। রাজধানীর বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা প্ল্যাকার্ড ও পোস্টার নিয়ে মিছিল করে সেখানে উপস্থিত হন। 

সড়কে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। ধোলাইখাল এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

Comments