‘নাশকতা না করার প্রতিশ্রুতি দিলে বিএনপি ২৮ অক্টোবর সমাবেশের অনুমতি পাবে’

স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। স্টার ফাইল ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বিএনপি শান্তিপূর্ণ থাকবে এবং নাশকতা করবে না এমন প্রতিশ্রুতি দিলে তাদের ২৮ অক্টোবর সমাবেশের অনুমতি দেওয়া হতে পারে।

আজ মঙ্গলবার রাজধানীর মধুবাগে খেলার মাঠের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় মন্ত্রী এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, '২৮ অক্টোবরের সমাবেশকে কেন্দ্র করে অনেক আলোচনা। আমি বিশ্বাস করি বিএনপি শান্তিপূর্ণভাবে সমাবেশ করবে এবং তাদের অনুমতি দেওয়া হবে।'

'পুলিশ কমিশনার বিএনপির প্রতিশ্রুতি মূল্যায়ন করে অনুমতির সিদ্ধান্ত নেবেন,' যোগ করেন তিনি।

মন্ত্রী জোর দিয়ে বলেন, 'বিএনপি তাদের নৈরাজ্য, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের কারণে জনসমর্থন হারিয়েছে। বাংলাদেশের জনগণ সন্ত্রাসবাদকে ঘৃণা করে।'

এ কারণে বিএনপির জনগণের আস্থা ফিরে পাওয়া চ্যালেঞ্জের বলে মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান আরও বলেন, 'ঢাকার প্রবেশমুখে সমাবেশ ও অবস্থানসহ বিএনপি নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চায়।'

'কিন্তু তাদের কোনো আন্দোলন কর্মসূচি পালনে বাধা দেওয়া হয়নি,' যোগ করেন তিনি।

তিনি বলেন, 'বিএনপির উচিৎ জনগণকে জনগণের কাছে যাওয়া, নির্বাচনে আসা। কিন্তু তারা তা না করে হরতাল, অবরোধ করে ঢাকাকে অচল করে দেওয়ার চেষ্টা করছে।'

'হাজার হাজার মানুষকে দেশের বিভিন্ন এলাকা থেকে রাজধানীতে আসতে হয়, চিকিৎসার প্রয়োজনে গুরুতর রোগীদের ঢাকায় আসতে হয়। তাছাড়া রাজধানীতেই দেশের সব প্রয়োজনীয় কর্মকাণ্ড পরিচালিত হয়। ঢাকা অচল করে দিলে সব কিছু ব্যাহত হবে,' যোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, এজন্য আইন প্রয়োগকারী সংস্থা দেশের নাগরিকদের জানমাল ও সম্পদ রক্ষার জন্য তাদের দায়িত্ব আন্তরিকভাবে পালন করবে।'

Comments

The Daily Star  | English

Bangladesh Bank plans mergers of troubled banks, NBFIs

Six Islamic banks are likely to be merged initially, said central bank officials.

12h ago