নারায়ণগঞ্জ

চাষাঢ়ায় বিএনপি-পুলিশ ধাওয়া পাল্টা-ধাওয়া, গুলি

চাষাঢ়ায় সংঘর্ষ
নারায়ণগঞ্জের চাষাঢ়ায় হরতাল সমর্থনকারীরা রাস্তার পাশে একটি দোকানের বেঞ্চে আগুন দেয়। ছবি: স্টার

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় হরতাল সমর্থনে মিছিলের জন্য জড়ো হওয়ার সময় বিএনপির সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে৷ সে সময় পুলিশ শটগানের গুলি ছুড়লে বিএনপির লোকজনও পাল্টা ইট-পাটকেল ছোড়েন৷

আজ রোববার সকাল পৌনে ৮টার দিকে নারায়ণগঞ্জ প্রেসক্লাব এলাকায় এ ঘটনা ঘটে৷

এর আগে সকাল সাড়ে ৬টার দিকে গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা মিছিল করলে তাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়৷ সে সময় পুলিশ গণতন্ত্র মঞ্চের ব্যানার কেড়ে নিয়ে জেএসডি (রব) নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মোতালেব মাস্টারকে আটক করে৷

চাষাঢ়ায় পুলিশ
নারায়ণগঞ্জের চাষাঢ়ায় বিএনপির ডাকা হরতালের দিনে সতর্ক পুলিশ। ছবি: স্টার

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা দ্য ডেইলি বলেন, 'হরতালকে কেন্দ্র করে কোন প্রকার অরাজকতা যাতে না হয় সেজন্য পুলিশ সতর্ক অবস্থানে আছে৷ বিএনপির কিছু নেতাকর্মী প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে গাড়ি ভাঙচুরের চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়৷ সে সময় তারা পুলিশের দিকে ইট-পাটকেল ছুড়লে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে শটগানের কয়েক রাউন্ড গুলি ছোড়ে৷'

এরপর পৌনে ৯টায় চাষাঢ়ার নবাব সলিমুল্লাহ রোডে বিএনপির কর্মীরা অবস্থান নিলে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ৷ সে সময় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়লে পুলিশ শটগানের গুলি ছুড়ে তাদের সরিয়ে দেয়৷

এর আগে গত শনিবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইলের আধুরিয়া এলাকায় একটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে৷

মোটরসাইকেল চালক কাপড়ের দোকানের কর্মচারী আবু বক্কর ডেইলি স্টারকে জানান, কাজ শেষে বাসায় ফেরার পথে রাস্তায় অজ্ঞাত কয়েক ব্যক্তি গাড়ি থামিয়ে রাস্তার ওপর আগুন দিয়ে দেয়৷

রূপগঞ্জের ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোস্তাফিজুর রহমান ডেইলি স্টারকে বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েকটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে৷ আগুন দেওয়া মোটরসাইকেলটি পুড়ে গেছে৷ দুষ্কৃতিকারীদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে৷

একইরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতু পূর্বপাশের ঢালে একদল লোক টায়ারে আগুন জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতার চেষ্টা করে। টহল পুলিশ ধাওয়া দিলে তারা পালিয়ে যান৷

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

9h ago