হরতালে সংঘর্ষ: সিলেটে ৫ মামলায় অভিযুক্ত বিএনপি-জামায়াতের ৬৯ নেতাকর্মী

সিলেট নগরীতে গতকাল বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের বিক্ষিপ্ত সংঘর্ষ হয়। ছবি: শেখ নাসির

গতকাল রোববার হরতাল চলাকালে সিলেটে সংঘর্ষের ঘটনায় বিএনপি ও জামায়াতে ইসলামীর ৬৯ নেতাকর্মীর বিরুদ্ধে নগরীর ৪ থানায় ৫ মামলা করেছে পুলিশ।

এসব মামলায় অজ্ঞাত আসামি আছেন আরও শতাধিক নেতাকর্মী।

এগুলোর মধ্যে কোতোয়ালী থানায় দুটি এবং বিমানবন্দর, জালালাবাদ ও দক্ষিণ সুরমা থানায় একটি করে মামলা করা হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, হরতালের সময় আটক বিএনপির সিলেট মহানগর শাখার সাবেক আহ্বায়ক আবদুল কাইয়ুম জালালীসহ বিএনপি-জামায়াতের ৭ নেতাকর্মীকে এসব মামলায় গ্রেপ্তার দেখানো হবে।

 

Comments

The Daily Star  | English

Khaleda Zia’s body being taken to Manik Mia Avenue for janaza

Janaza will be held at Manik Mia Avenue at 2pm

2h ago