পেট্রল বোমায় পুড়ে ভাঙ্গারিতে পরিণত হলো ভাঙ্গারি বহনকারী ট্রাক

পেট্রল বোমায় সম্পূর্ণ পুড়ে গেছে ট্রাকটি। ছবি: মোস্তফা সবুজ

লালমনিরহাটের হাতীবান্ধা থেকে ভাঙরি মাল বোঝাই ট্রাক নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন চালক মিজানুর। পথে বগুড়া সদর উপজেলার দিঘলকান্দি এলাকায় মহাসড়কে পেট্রল বোমা মেরে ট্রাকটি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। পুরোপুরি পুড়ে যাওয়া ট্রাকটির সম্ভাব্য একটি পরিণতি—ভাঙ্গারির দোকানে নিয়ে বিক্রি করে দেওয়া।

বিএনপির ঢাকা অবরোধে গত কয়েকদিনে বগুড়াতে বেশ কিছু যানবাহন পুড়ে দিয়েছে দুর্বৃত্তরা। মিজানুরের ট্রাকটি এর মধ্যে একটি।

ট্রাকটির মালিক মিজানুর রহমান আজ সকালে গাড়িতে দেখতে ঘটনাস্থলে আসেন। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'ট্রাকটির ইঞ্জিনসহ সবকিছু পুড়ে গেছে। ভাঙ্গারি হিসেবে বিক্রি করার মতো অবস্থা হয়েছে। কিছুদিন আগে ঋণ করে ৪৮ লাখ টাকা দিয়ে ট্রাকটি কিনেছিলাম। প্রতি মাসে ৬১ হাজার টাকা কিস্তি দিতে হয়। এখন আমি কিস্তি দেব কোথায় থেকে?

গাড়ি এবং মালামালসহ প্রায় ১৭-১৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান মিজান।

পুড়ে যাওয়া ট্রাকটির কেবিনের ভেতরের অবস্থা। ছবি: মোস্তফা সবুজ

ঘটনার বর্ণনা দিয়ে ট্রাকটির চালক মিনাজুর বলেন, 'হাতীবান্ধা থেকে ভাঙ্গারি মাল নিয়ে ঢাকার উদ্দেশ্য রওনা হয়েছিলাম। রাত সাড়ে ৮টার সময় দীঘলকান্দি এলাকায় ৩০-৪০ জন মানুষ হঠাৎ করে রাস্তায় উঠে এসে ইট-পাটকেল ছুড়তে শুরু করে। তারা আরও দুটি গাড়ি থামায়। তারা আমার হেলপারকে মারধর করে। আমি বলি আমরা ভুল করে এসেছি, মাফ করে দেন। পরে আমাকে আর মারেনি কিন্তু পেট্রল বোমা মেরে গাড়িটি পুড়িয়ে দেয়।'

বগুড়া ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন মাস্টার আব্দুল হালিম জানান, স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।

ততক্ষণে ট্রাকটি পুড়ে ভাঙ্গারিতে পরিণত হয়।

Comments

The Daily Star  | English

Bangladesh missing out on $3tn global halal market

Businesspeople demand independent authority to issue accredited certifications

1h ago