বিএনপি নেতা রফিকুল ইসলাম বাচ্চু ২ দিনের রিমান্ডে

ডা. রফিকুল ইসলাম বাচ্চু। ছবি: সংগৃহীত

গাজীপুরে বিএনপির কেন্দ্রীয় নেতা এস এম রফিকুল ইসলাম বাচ্চুকে দুই দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।

আজ সোমবার দুপুরে গাজীপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-৪ আদালতের বিচারক এ আদেশ দেন।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর আইনজীবী মোহাম্মদ সহিদ উজ জামান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, পুলিশ আদালতে ৭ দিনের রিমান্ড চেয়েছিল। আদালতের বিচারক জোবায়দা নাসরিন বর্ণা ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

আদালত প্রাঙ্গণে রফিকুল ইসলামের স্বজনদের সঙ্গে কথা বলতে চাইলে তারা বলেন,  'আমরা কোনো কথা বলতে চাই না। কথা বললে আমাদেরও বিপদ হতে পারে।'

গাজীপুরের র‍্যাব-১ মেজর মো. ইয়াসির আরাফাত হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, গাজীপুরের শ্রীপুরে গাড়িতে অগ্নিসংযোগ ও বিস্ফোরক মামলার আসামি বিএনপি নেতা রফিকুল ইসলামকে ধীরাশ্রম এলাকা থেকে গত শুক্রবার গ্রেপ্তার করা হয়।

 

Comments

The Daily Star  | English
salahuddin ahmed

‘If confident of victory, why want to delay election,’ BNP’s Salahuddin asks Jamaat

‘If confident of victory, why want to delay election,’ BNP’s Salahuddin asks Jamaat

29m ago