গাজীপুরের গণফ্রন্টের এমপি প্রার্থী কেরাণীগঞ্জ কারাগারে

আতিকুল ইসলাম। ছবি: সংগৃহীত

গাজীপুরে গণফ্রন্টের এমপি প্রার্থী আতিকুল ইসলামকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানোর অভিযোগ করেছেন পরিবার।

আতিকুল ইসলাম গণফ্রন্টের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক।

আতিকুল ইসলামের স্ত্রী সুমাইয়া আক্তার মুন্নি দ্য ডেইলি স্টারকে বলেন, গত বৃহস্পতিবার সকালে আতিকুল বাসা থেকে গাজীপুরের জন্য বের হন। গাজীপুর আদালতে একটি মামলায় হাজিরা দেওয়ার কথা ছিল তার। বিকেলে বাসায় না ফেরায় পরে জানা যায় তিনি কেরাণীগঞ্জ কারাগারে আছেন।

আজ মঙ্গলবার দুপুরে আতিকুল ইসলামের আইনজীবী নূরুন্নবী সরদার দ্য ডেইলি স্টারকে বলেন, 'গণফ্রন্ট নেতা আতিকুল ইসলাম আদালতে মামলায় হাজিরা দিতে আমার চেম্বারে আসতে চেয়েছিলেন। এ সময় আমার সামনে থেকেই তাকে অজ্ঞাত কয়েকজন ধরে নিয়ে যায়। পরে আতিকের ভাই আমাকে জানান আতিকুল ইসলাম কেরানীগঞ্জ কারাগারে রয়েছেন।'

আতিকুলকে রমনা মডেল থানা মামলা নম্বর ২২ এ গ্রেপ্তার দেখানো হয়েছে বলেও জানান তিনি।

আতিকুল ইসলামের ভাই আবু বকর সিদ্দিক দ্য ডেইলি স্টারকে বলেন, 'গাজীপুরের বাসন থানা আমাকে বলেছে যে  আমার ভাই রমনা মডেল থানায় আছে। রমনা থানা থেকে বলেছে কারাগারে যেতে। পরে রোববার সকালে কেরানীগঞ্জ কারাগারে গিয়ে আমি ভাইয়ের সঙ্গে দেখা করেছি।'

জানতে চাইলে বাসন থানার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'রমনা মডেল থানার মামলা ছাড়াও আমাদের থানায় মামলা থাকতে পারে। আমি এখন বলতে পারছি না। এখন হরতাল-অবরোধের অনেক মামলা হচ্ছে। আতিকুল ইসলামকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তা পরে দেখে বলতে হবে।'

গণফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সভাপতি জাকির হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, আতিকুল ইসলামকে গাজীপুরের একটি আসনে নির্বাচন করার জন্য দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে।

তিনি বলেন, মনোনয়ন কেনার পর তাকে কে বা কারা ধরে নিয়ে যায়।

গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান বলেন, গণফ্রন্টের আতিকুল ইসলাম মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
 

Comments

The Daily Star  | English

Trump says US oil firms to head into Venezuela

US companies to invest heavily in Venezuela’s oil sector, Trump says

1h ago