১০ মামলায় মির্জা ফখরুলের জামিন আবেদনে কোনো সিদ্ধান্ত দিলেন না আদালত

মির্জা ফখরুলের জামিন
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

রাজনৈতিক সহিংসতার ঘটনায় রাজধানীর দুই থানায় দায়েরকৃত ১০টি মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের করা জামিন আবেদনের বিষয়ে কোনো সিদ্ধান্ত দেননি আদালত।

আদালত জানায়, যথাযথ প্রক্রিয়ায় জমা না দেওয়ায় আবেদনের বিষয়ে কোনো সিদ্ধান্ত দেওয়া যাচ্ছে না।

আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী ও মো. শফি উদ্দিনের আদালতে আবেদনগুলো পৃথকভাবে উপস্থাপন করা হলে, তারা আবেদনের বিষয়ে কোনো আদেশ দেননি।

মির্জা ফখরুলের আইনজীবী জয়নুল আবেদীন মেছবাহ দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় পল্টন মডেল থানায় ৬টি এবং রমনা থানায় ৪টি মামলা করা হয়েছিল।

পুলিশ কনস্টেবল হত্যা, রাস্তায় অবৈধ জমায়েত, যানবাহন ভাঙচুর, দাঙ্গা, পুলিশের অস্ত্র ছিনতাই, সম্পত্তির ক্ষতি, পুলিশ সদস্যদের লাঞ্ছিত এবং দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে এসব মামলা করা হয়েছে।

এসব মামলায় জামিন চেয়ে আজ বুধবার ঢাকার মহানগর হাকিম আদালতে আবেদন করেন বিএনপি মহাসচিব।

২৮ অক্টোবর পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় রমনা থানায় করা মামলায় ২৯ অক্টোবর ফখরুলকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে হাজির করা হলে ঢাকা মহানগর হাকিম মো. রশিদুল আলম তার জামিন আবেদন নামঞ্জুর করেন। 

পরে ২২ নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে মির্জা ফখরুলের জামিন আবারও নাকচ হয়।

গত ৭ ডিসেম্বর তৃতীয়বারের মতো তার জামিন আবেদন খারিজ করে দেন হাইকোর্ট।

এদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ৯টি মামলায় এবং বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন ৭ মামলায় জামিন চেয়েছেন। 

গত ৩ নভেম্বর গুলশান এলাকা থেকে তাদের দুজনকে আটক করে গোয়েন্দা পুলিশ।

 

Comments

The Daily Star  | English

Highest ever remittance came in 2025

Migrants sent home $32.8 billion in the just-concluded year

1h ago