শ্যালক লুৎফুলকে প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ প্রতিমন্ত্রী পলকের

লুৎফুল হাবিব রুবেল ও জুনাইদ আহমেদ পলক। ছবি: সংগৃহীত

নাটোরের সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী লুৎফুল হাবিব রুবেলকে প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জুনাইদ আহমেদ পলক।

রুবেলকে প্রার্থিতা প্রত্যাহারে প্রতিমন্ত্রী পলকের নির্দেশের বিষয়টি দ্য ডেইলি নিশ্চিত করেছেন সিংড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস।

জান্নাতুল ফেরদৌস বলেন, 'প্রতিমন্ত্রী শুক্রবার সকালে রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে আহত চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেনকে দেখতে যান। সেখান থেকেই তিনি তার শ্যালক লুৎফুল হাবিব রুবেলকে মুঠোফোনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতির সিদ্ধান্ত, এমপি-মন্ত্রীদের আত্মীয়স্বজন উপজেলা নির্বাচনের প্রার্থী হতে পারবে না জানিয়ে সিংড়া উপজেলা পরিষদ নির্বাচন থেকে তাকে (লুৎফুলকে) প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ দেন।' 

জান্নাতুল ফেরদৌস আরও বলেন, 'লুৎফুল হাবিব রুবেলকে উপজেলা আওয়ামী লীগ শোকজ নোটিশ পাঠিয়েছে। আগামীকাল শনিবার উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায়ও আমাদের একই সিদ্ধান্ত থাকবে। আওয়ামী লীগের সভানেত্রী যে সিদ্ধান্ত দিয়েছেন, তা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে পাঠাব।'

এর আগে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অপহরণ করে মারধরের অভিযোগ ওঠায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী লুৎফুল হাবীব রুবেলকে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি) এবং আওয়ামী লীগ সিংড়া উপজেলা শাখা। এ ছাড়া, এ বিষয়ে নাটোর সদর থানায় একটি মামলাও হয়েছে।

এ বিষয়ে জানতে লুৎফুল হাবীব রুবেল ফোন করা হলে তিনি রিসিভ করেননি।

উল্লেখ্য, লুৎফুল হাবীব‌ রুবেল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শেরকোল ইউনিয়ন পরিষদের সদ্য পদত্যাগ করা চেয়ারম্যান। 

 

Comments

The Daily Star  | English

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’

3h ago