‘মানুষের মনোজগতের পরিবর্তন না বুঝলে বিএনপির রাজনীতি কঠিন হয়ে যাবে’

নোয়াখালীর সুবর্ণচরের চেউয়াখালী বাজারে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: স্টার

বাংলাদেশের মানুষের মনোজগতের পরিবর্তন না বুঝলে আগামী দিনে বিএনপির রাজনীতি কঠিন হয়ে যাবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। 

শনিবার সন্ধ্যায় নোয়াখালীর সুবর্ণচরের চেউয়াখালী বাজারে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

আমীর খসরু বলেন, 'আওয়ামী লীগ যে লুটপাট, চাঁদাবাজি, মাস্তানি ও দখল করেছে, সেটা কি আমরা করতে পারব, আপনারা কি সেটা করতে পারবেন? বাধা দিতে হবে।'

'গত ১৪-১৫ দিনে বাংলাদেশের মানুষের মনোজগতের যে পরিবর্তন। আমরা যদি না বুঝি, আগামী দিনে বিএনপির রাজনীতি কঠিন হয়ে যাবে', বলেন তিনি।

এই বিএনপি নেতা বলেন, 'সবাইকে জনগণের স্বার্থ অক্ষুণ্ণ রাখতে হবে। কোনো ধরনের অন্যায় অবিচার করতে দেওয়া যাবে না। চাঁদাবাজি, মাস্তানি, দখলদারি করতে দেওয়া যাবে না। যারা করবে তাদের বাধাগ্রস্ত করতে হবে।'

তিনি বলেন, 'বাংলাদেশের মালিক জনগণ। এ বিশ্বাস বিএনপিকে রাখতে হবে। স্বৈরাচার, ফ্যাসিস্ট, দুর্নীতিবাজ, নিপীড়নকারী চলে গেছে। আমাদের পরিবর্তন হতে হবে। আমরা আবার সে দিকে চলতে পারব না।'
   
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে আমীর খসরু বলেন, 'আপনাদের ন্যায়ের পথে চলতে হবে। এর বাহিরে যাওয়ার সুযোগ নেই। বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা-আকাঙ্ক্ষা জেগেছে। যে নতুন সূর্য উঠেছে, সেটাকে মাথায় রাখতে হবে। রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে হবে। তা না হলে বেশি দিন টেকা যাবে না।'        

সুবর্ণচর উপজেলা বিএনপির সভাপতি এ বি এম জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান মো. শাহজাহান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।  

 

Comments

The Daily Star  | English
forex reserve Bangladesh

Bangladesh’s gross forex reserves cross $33 billion after three years

The gross foreign exchange reserves crossed $33 billion for the first time in three years

1h ago