জনগণের দুর্ভোগ আগের মতোই রয়ে গেছে: রিজভী

ছবি: ইউএনবি

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষকে স্বস্তি দিতে সরকারের ব্যর্থতার সমালোচনা করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি অভেযোগ করেন, জনগণের দুর্ভোগ আগের মতোই রয়ে গেছে।

রাজধানী ঢাকায় শুক্রবার আয়োজিত এক সমাবেশে তিনি এই অভিযোগ করেন।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাধারণ রিকশাচালকরা এই সমাবেশের আয়োজন করেন।

রিজভী বলেন, 'আলুর দাম প্রতি কেজি ৭০ থেকে ৭৫ টাকার মধ্যে থাকলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জনগণের আস্থা কমতেই থাকবে।'

তিনি বলেন, ডিম ও তেলের মতো নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রণকারী কোম্পানিগুলোর বিরুদ্ধে সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না? বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কেন? তারপরও কেন বাড়ছে ডিমের দাম? তারপরও সয়াবিন তেলের দাম বেশি কেন?

'গণঅভ্যুত্থানের পরও নিম্ন আয়ের মানুষ যেমন কৃষক, রিকশাচালক, সিএনজিচালিত অটোরিকশা চালকদের অবস্থার কোনো উন্নতি হয়নি,' যোগ করেন তিনি।

রিজভী বলেন, 'জনগণ কিছুটা স্বস্তির প্রত্যাশা করেছিল, কিন্তু তারা যদি তা না পায়, তবে গণতান্ত্রিক চেতনা, ত্যাগ, রক্তপাত এবং বহু প্রাণহানি সবই বৃথা যাবে।'

উপদেষ্টাদের 'বিতর্কিত' বক্তব্যের সমালোচনা করে রিজভী আরও বলেন, 'বিপ্লবী সরকারের উপদেষ্টাদের অবশ্যই বিপ্লবী হতে হবে, গতিশীল মানসিকতা থাকতে হবে। জনগণ থেকে বিচ্ছিন্ন ব্যক্তিরা কখনো জনগণের কল্যাণে কাজ করতে পারে না।'

রিজভী অন্তর্বর্তীকালীন সরকারকে জুলাই-আগস্টে নিহতদের পরিবারের পাশাপাশি আহত ও পঙ্গুদের দায়িত্ব নেওয়ার আহ্বান জানান।

Comments

The Daily Star  | English

Badruddin Umar: An overlooked yet everlasting beacon of light

The best way to honour Badruddin Umar is to read him, to learn from his words and thoughts

30m ago