সংস্কার ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি: নাহিদ ইসলাম

আজ বুধবার সন্ধ্যায় লালমনিরহাট শহরের মিশন মোড় চত্বরে জুলাই পদযাত্রার পথসভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম | ছবি: স্টার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, 'সংস্কার ছাড়া কোনো নির্বাচনে আমরা অংশগ্রহণ করব না। এ ধরনের নির্বাচন জনগণের হতে পারে না।'

তিনি আরও বলেন, 'একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য যে মৌলিক সংস্কারের প্রয়োজন, তা সম্পূর্ণ করতে হবে।'

আজ বুধবার সন্ধ্যায় লালমনিরহাট শহরের মিশন মোড় চত্বরে জুলাই পদযাত্রার পথসভায় তিনি এ কথা জানান।

এর আগে বিকেলে শহরের ফায়ার সার্ভিস রোডের এমটি হোসেন ইনস্টিটিউট প্রাঙ্গণে দলীয় নেতাকর্মীরা জড়ো হন। সেখান থেকে প্রায় দুই কিলোমিটার পথ হেঁটে মিশন মোড়ে আসেন তারা।

এ সময় পথচারী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এনসিপি নেতারা।

নাহিদ বলেন, 'জুলাই সনদ এই মাসেই আদায় করতে হবে। রাজপথে নামা তারই অংশ। নতুন সংবিধান, জুলাই
ঘোষণাপত্র এবং ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ তার সহযোগীদের বিচার নিশ্চিত করতে হবে। গত ১৬ বছরে আওয়ামী লীগ
সরকার জনগণের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে।'

তিনি অভিযোগ করেন, 'যারা সহিংস রাজনীতিতে জড়িত ছিল, সন্ত্রাসী ছিল, তাদের এখনো গ্রেপ্তার করা হয়নি। বরং বিভিন্ন জায়গায় পুনর্বাসনের চেষ্টা চলছে। এটা জনগণের সঙ্গে প্রতারণা।'

উত্তরাঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, 'আমরা লালমনিরহাটসহ গোটা উত্তরাঞ্চলের উন্নয়নবৈষম্য দূর
করতে চাই। তরুণদের জন্য তথ্যপ্রযুক্তি ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করব।'

'একদল স্বপ্নবাজ তরুণের রক্তের বিনিময়ে এনসিপি গঠিত হয়েছে। তাদের আকাঙ্ক্ষা পূরণ করাই আমাদের লক্ষ্য। আমরা নতুন বাংলাদেশ গড়েছি, এবার সেটিকে এগিয়ে নিতে হবে সংস্কার, বিচার ও নতুন সংবিধানের মধ্য দিয়ে,' যোগ করেন তিনি।

পথসভায় দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, 'স্বৈরশাসকদের উত্তরসূরিরা এখনো দেশকে লুটেপুটে খাচ্ছে। খুনি, ধর্ষক ও দুর্নীতিবাজরা স্বাধীনতার সুফল ভোগ করছে। নতুন বাংলাদেশে এদের কোনো জায়গা থাকবে না।'

লালমনিরহাটের পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, কেন্দ্রীয়
মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা,
যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও কৈলাস রবিদাসসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

3h ago