গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনই একমাত্র পথ: মির্জা ফখরুল

বক্তব্য দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: স্টার

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে নির্বাচনই একমাত্র পথ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ রোববার ঠাকুরগাঁওয়ে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 'গণতন্ত্রের কোনো বিকল্প নাই এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে নির্বাচনই হচ্ছে একমাত্র পথ, যার মাধ্যমে আমরা গণতন্ত্রে পৌঁছাতে পারি। সুশাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে পথ, যার মাধ্যমে সামনে এগিয়ে যেতে পারি। ভবিষ্যৎ প্রজন্মকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। সেই লক্ষ্যে আমরা আবার নতুন করে আরেকটা সংগ্রাম শুরু করি।'

তিনি বলেন, 'আমাদের দেশে যে একটা ভূমিকম্প হয়ে গেল। আমাদের তরুণেরা, আমাদের ছাত্ররা, যেভাবে একটা ছাত্র-জনতার অভ্যুথান সংগঠিত করে আমাদের যে একটা নতুন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি করে দিল, সেই সুযোগটা যেন আমরা গ্রহণ করি।'

'শুধু রাজনীতির ক্ষেত্রে নয়, সেটা আমরা সর্বক্ষেত্রে...খেলাধুলা, সংস্কৃতি, আমাদের জীবন, সামাজিক জীবন, শিক্ষা ক্ষেত্রে...অর্থাৎ সর্বক্ষেত্রে যেন একটা নতুন বাংলাদেশ দেখতে পাই,' বলেন তিনি।

বিএনপি মহাসচিব আরও বলেন, 'আমাদের দেশে একটা ভয়ঙ্কর সময় পার হয়ে এসেছি । প্রায় পনের বছর একটা পাথর আমাদের বুকের ওপর চেপে ছিল। সেই পাথর আমাদের সব প্রতিষ্ঠানগুলোকে দানবের মত ধ্বংস করে দিয়েছে। এই খেলার মাঠগুলোকেও ধ্বংস করে ফেলেছিল।'

Comments

The Daily Star  | English

A new standard or special treatment?

Debate erupts over court appearance of army officers

1h ago