কাল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশে ৩ লাখ মানুষের সমাগমের প্রত্যাশা

মানিক মিয়া অ্যাভিনিউয়ে প্রস্তুতি চলছে। ছবি: স্টার

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে চলছে আয়োজনের প্রস্তুতি। সংসদ ভবনের দক্ষিণ গেটের সামনে প্রস্তুত করা হচ্ছে মূল মঞ্চ। এখান থেকেই আগামীকাল আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (ন্যাশনাল সিটিজেনস পার্টি)।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সরেজমিনে গিয়ে প্রস্তুতির দৃশ্য দেখা গেছে।

কাল বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের অনুষ্ঠান থেকে আনুষ্ঠানিকভাবে দলটির শীর্ষ নেতৃত্বের নাম ঘোষণা করা হবে।

নাহিদ ইসলাম, আখতার হোসেন ও সারজিস আলম (উপরে বামদিক থেকে)। হাসনাত আব্দুল্লাহ, নাসীরুদ্দীন পাটওয়ারী, হান্নান মাসুদ (নিচে বামদিক থেকে)। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন দলটি আত্মপ্রকাশের প্রস্তুতি পুরোদমে চলছে। জাতীয় সংসদ ভবনের কাছে বিশাল সমাবেশের মধ্য দিয়ে তারা আত্মপ্রকাশ করবে।

আগামীকালের অনুষ্ঠানে প্রায় তিন লাখ মানুষের সমাগম হবে বলে আশা করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা।

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলমের বরাত দিয়ে কমিটির নেতারা জানান, আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কূটনীতিক, জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য, আহত নেতাকর্মী এবং আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী প্রবাসী প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

এছাড়াও গণঅভ্যুত্থানে অবদান রাখা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী এবং সাধারণ জনগণ, যারা জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিল, তারাও এতে অংশ নেবে বলে তারা জানান।

পবিত্র কোরআন এবং অন্যান্য ধর্মীয় গ্রন্থ থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। এরপরে জুলাই বিদ্রোহের শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের বক্তব্য থাকবে। জুলাইয়ের অভ্যুত্থান নিয়ে একটি তথ্যচিত্রও দেখানো হবে।

সূত্র জানিয়েছে, জাতীয় নাগরিক পার্টির পূর্ণাঙ্গ কমিটি ১৫১ সদস্যের পতে পারে। তবে আগামীকাল আংশিক কমিটি ঘোষণা করা হবে।

সূত্র আরও জানিয়েছে, নতুন এই রাজনৈতিক দলের আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম। এছাড়া সদস্য সচিব পদে আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তর) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণ) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও যুগ্ম সমন্বয়ক পদে হান্নান মাসুদের নাম চূড়ান্ত হয়েছে।

Comments

The Daily Star  | English

BNP opposes RPO amendment requiring alliance parties to use own symbols

Salahuddin says the change will discourage smaller parties from joining coalitions

1h ago