বিএনপি কালো টাকা বা স্বার্থের বিনিময়ে আ. লীগের সন্ত্রাসীদের দলে জায়গা দেবে না: মঈন খান

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। ছবি: স্টার

কেউ বিএনপির নাম ব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

আজ শনিবার সন্ধ্যায় নরসিংদীর ঘোড়াশাল পৌর অডিটোরিয়ামের প্রাঙ্গণে পৌর বিএনপির আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. আব্দুল মঈন খান বলেছেন, 'বিগত ১৫ বছর ধরে পলাশ উপজেলার মানুষকে অন্যায়, জুলুম, অত্যাচার ও নির্যাতনের শিকার হতে হয়েছে। আওয়ামী লীগ সরকারের শাসনামলে এ অঞ্চলে দুঃশাসন কায়েম করা হয়েছিল। তবে জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধে সেই দুঃশাসনের অবসান ঘটেছে।'

তিনি বলেন, 'যারা ৫ আগস্টের আগে আওয়ামী লীগের হয়ে পলাশে সন্ত্রাস চালাত, তারা যদি বিএনপির ছত্রছায়ায় থেকে কোনো অনৈতিক কাজে লিপ্ত হয়, তবে তা সহ্য করা হবে না। বিএনপি কোনো কালো টাকা বা স্বার্থের বিনিময়ে আওয়ামী লীগের সন্ত্রাসীদের দলে জায়গা দেবে না।'

'যদি কেউ বিএনপির নাম ব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তবে দলের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।'

দলের নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে এই নেতা বলেন, 'বিএনপি জনগণের দল, এখানে কোনো ষড়যন্ত্রকারীদের জায়গা নেই। আমরা আইন ও ন্যায়ের পথে রাজনীতি করি, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করি।'

ইফতার মাহফিলে পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি আলম মোল্লা, উপজেলা যুবদলের সভাপতি নিছার আহমেদ খানসহ স্থানীয় নেতাকর্মীরা।

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

17h ago