ধানমন্ডিতে আ. লীগের মিছিল, আটক ৩

arrest logo
প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি মিছিলে বাধা দিয়েছে শিক্ষার্থী ও স্থানীয়রা। সেই সময় তারা তিনজনকে আটক করে পুলিশে দেন।

আজ শুক্রবার এই ঘটনা ঘটে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-কমিশনার জুয়েল রানা দ্য ডেইলি স্টারকে বলেন, ছাত্র ও জনতার সহায়তায় আওয়ামী লীগের মিছিল থেকে তিনজনকে আটক করেছে মোহাম্মদপুর থানার পুলিশ।

তিনি বলেন, ইফতারের পর আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৪০-৫০ নেতাকর্মী মিছিল বের করে। শিক্ষার্থী ও স্থানীয়রা তাদের বাধা দেয় এবং তিনজনকে পুলিশে সোপর্দ করে।

আটক তিনজন হলেন—যুব মহিলা লীগের সদস্য লাবনী (২৮), আওয়ামী লীগ কর্মী মো. সিরাজুল ও ছাত্রলীগ কর্মী রাজু (২৮)।

পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীদের নিয়ে কেন মিছিলের আয়োজন করা হয়েছিল, সেই বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ হচ্ছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আওয়ামী লীগের ৪০-৫০ জন নেতাকর্মী 'জয় বাংলা' স্লোগান দিয়ে একটি মিছিল বের করেন।

আরেকটি ভিডিওতে দেখা যায়, স্থানীয়রা আটক দুই আওয়ামী লীগ কর্মীকে মারধর করছেন।
 

Comments

The Daily Star  | English

Farewell

Nation grieves as Khaleda Zia departs, leaving a legacy of unbreakable spirit

8h ago