এনসিপি নেতাদের মধ্যে দূরত্ব বা বোঝাপড়ার ঘাটতি নেই: নাসিরুদ্দীন পাটোয়ারী

এনসিপির সংবাদ সম্মেলনে কথা বলেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) এনসিপি নেতাদের মধ্যে দূরত্ব বা বোঝাপড়ার ঘাটতি নেই বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী।

আজ রোববার বিকেলে রাজধানীর বাংলামোটরে রূপায়ন টাওয়ারে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সম্প্রতি সেনাবাহিনীকে জড়িয়ে ফেসবুকে একটি পোস্ট লেখেন। পরে আজ রোববার ওই পোস্টের সঙ্গে 'কিছুটা দ্বিমত' প্রকাশ করে পোস্ট দেন এনসিপির আরেক সংগঠক সারজিস আলম।

বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, 'প্রথমত জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের মধ্যে কোনো দূরত্ব বা বোঝাপড়ার কোনো ঘাটতি নেই। একটি বিশাল গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে, আন্দোলন ও পলিটিক্যাল জায়গা দুইটা আলাদা।'

'সেই জায়গা থেকে এই গণঅভ্যুত্থানের শিক্ষার্থীরা নিজেদের পলিটিক্যাল জায়গায় ট্রান্সফরমেশন করছেন। সেখানে কিছু ক্ষেত্রে যদি ভুল-ত্রুটি হয়ে থাকে, দেশবাসীকে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানাচ্ছি,' বলেন তিনি।

এনসিপির এই নেতা আরও বলেন, 'মানুষের এক্সপেক্টেশন আমাদের ওপর অনেক বেশি। সেক্ষেত্রে তারা আমাদের পরামর্শ দিয়ে থাকেন এবং আমরা সেই পরামর্শ নিয়ে থাকি।'

হাসনাতের বক্তব্যকে শিষ্টাচারবহির্ভূত বলে গতকাল মন্তব্য করেছিলেন নাসির। এ প্রসঙ্গে তিনি বলেন, 'দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে পুরো বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন সেনা অঙ্গনে নতুন আলোচনা জন্ম হয়েছে।'

তিনি বলেন, 'সেই জায়গা থেকে যে বিষয়টি আমরা স্পষ্ট করতে চাই যে, মিটিংয়ে বা জনগণের সামনে যখন কথা বলা হবে, সেখানে অন্য পক্ষ থাকলে তাদেরও একটি কনসেন্টের বিষয় থাকে, সেই জায়গা থেকে আমি শিষ্টাচার বহির্ভূত বলেছি।' 

নাসির আরও বলেন, 'আমাদের দলের যে ইমেজ সংকটের কথা বলা হচ্ছে আমি তার সঙ্গে ঐকমত্য পোষণ করি না। আমরা দ্রুত কয়েকটি বিষয় নিয়ে দলীয় প্রেস রিলিজের মাধ্যমে স্পষ্ট করে জনগণের সামনে ব্যক্ত করব।'

Comments

The Daily Star  | English
problems faced by Bangladeshi passport holders

The sorry state of our green passports

Bangladeshi passports are ranked among the weakest in the world.

5h ago