অল্প সময়ের মধ্যে নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্ব আসবে আশা করি: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা করছেন, অল্প সময়ের মধ্যেই নির্বাচনের মধ্য দিয়ে দেশে জনগণের প্রতিনিধিত্ব আসবে।

আজ রোববার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক স্মরণসভায় এমন আশা প্রকাশ করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, 'আজ এই সময়টা আমাদের পরীক্ষার সময়। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন পত্র-পত্রিকা, টেলিভিশন, টকশো সবকিছুতে দেখছি কেমন একটা অস্থিরতা চলছে।'

'কতগুলো নির্ধারিত বিষয়কে অনির্ধারিত করে ফেলেছি, অনিশ্চিত হয়ে পড়েছে,' বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, 'আজকে সংস্কার, নির্বাচন এই কথাগুলো অনেক বেশি উচ্চারিত হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আমরা মনে করি, সব রাজনৈতিক দল-গোষ্ঠী সবার দায়িত্ব হবে অত্যন্ত ধৈর্য্যের সঙ্গে সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা।'

অনুষ্ঠানে উপস্থিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, 'তিনি প্রতিদিন এই সংস্কারের বিষয়গুলো নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসছেন। আমরা আমাদের প্রস্তাবগুলো দিয়েছি।'

'আমরা বিশ্বাস করি আলোচনার মাধ্যমে সত্যিকার অর্থেই সবার কাছে গ্রহণযোগ্য একটা সমাধান বেরিয়ে আসবে এবং আমরা খুব অল্প সময়ের মধ্যেই জনগণের প্রতিনিধিত্ব পাব একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে,' বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, 'আমাদের সজাগ থাকতে হবে। আমাদের সংগ্রাম কিন্তু শেষ হয়নি। আমাদের কিন্তু সেই গণতান্ত্রিক উত্তরণ এখনো হয়নি।'

তিনি আরও বলেন, 'আমরা নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকার ও পার্লামেন্ট এখনো পাইনি। সেজন্য আমাদের অত্যন্ত সাবধানতার সঙ্গে, দৃঢ়তার সঙ্গে, সচেতনতার সঙ্গে কাজ করতে হবে, দলকে আরও সুদৃঢ় করতে হবে, সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে।'
 
দলের প্রয়াত ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের স্মরণে এই আলোচনা সভা হয়। গত ২৫ ফেব্রুয়ারি ধানমন্ডির বাসায় আবদুল্লাহ আল নোমান মারা যান।

প্রয়াত নেতা নোমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তার অনুসরণীয় পথে শ্রমিকদলের নেতাকর্মীদের চলার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, 'আমরা ইচ্ছা হচ্ছিল নজরুল ইসলাম খান ভাইকে জিজ্ঞাসা করি এত সংস্কারের কথা বলা হচ্ছে, কিন্তু শ্রমজীবী মানুষদের, শ্রমিকদের কথা তো কোথাও শুনতে পারছি না।'

'আমাদের ৩১ দফার মধ্যে শ্রমজীবী মানুষের কথা আছে কিন্তু এই সংস্কার কমিশনের মধ্যে এ নিয়ে কী আছে আমি জানি না। কৃষকরা তার পণ্যের ন্যায্য মূল্য পায়, পানি পায় না, যখন পানির প্রয়োজন হয় সেচের জন্য, তাদের (শ্রমিকদের) সমস্যার সমাধান হয় না, শ্রমিকদের সন্তানরা ভালো স্কুলে যেতে পারে না, স্কুলে গেলেও বেই পায় না…সেই কথাগুলো আলোচনা হয় না,' বলেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, 'আপনারা লক্ষ্য করে দেখবেন টেলিভিশন বলেন, টকশো বলেন এবং টেলিভিশনে নাটকগুলো হয়, সেখানেও কিন্তু এই সাধারণ মানুষরা অনুপস্থিত, শ্রমজীবী মানুষরা অনুপস্থিত।'

'অথচ তারাই হচ্ছেন দেশের বড় অংশ। আমাকে আজকে একটা টেলিভিশন চ্যানেল ইন্টারভিউ করছিল। বিভিন্নভাবে কথা বলতে গিয়ে তারা তো একটা বিশেষ কিছু মানুষকে মনে করে তাদেরই অবদান আছে,' যোগ করেন তিনি।

গত ১৫ বছরের আন্দোলনে কতজন শ্রমিক আত্মহুতি দিয়েছেন, নির্যাতিত হয়েছেন, তার তালিকা শ্রমিকদলের তৈরি করা উচিত বলে মনে করেন বিএনপি মহাসচিব।

শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর সঞ্চালনায় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ বক্তব্য দেন।

Comments

The Daily Star  | English

ACC to get power to probe corruption by Bangladeshis anywhere, foreigners in Bangladesh

The Anti-Corruption Commission (ACC) is set to receive sweeping new powers under a proposed ordinance that will allow it to investigate corruption by Bangladeshi citizens, both at home and abroad, as well as by foreign nationals residing in the country. .The draft Anti-Corruption Commissio

28m ago